মাইন্ড ফ্রেশ করার জন্য কোনো অফলাইন মোবাইল এপ-এর কথা বলতে পারেন কি?

1 Answers   6.4 K

Answered 2 years ago

আশা করি ভালো আছেন। মাইন্ড ফ্রেশ করার জন্য আমার জানামতে কোনো মোবাইল অ্যাপ নেই। আসলে মোবাইল কখনও মাইন্ড ফ্রেশ করতে পারে বলে আমার মনে হয় না। তবে অন্য কিছু উপায় আছে, যা করলে আপনার মাইন্ড ফ্রেশ হতে পারে বলে মনে করছি।

১. যদি বই পড়তে পছন্দ করেন,তাহলে বই পড়ুন।

২. ঘুরে বেড়াতে ভালো লাগলে ঘুরতে যান।

৩. বন্ধুদের সাথে আড্ডা, গল্পগুজব করতে পারেন।

৪. যার সাথে কথা বললে বা সাথে থাকলে ভালো লাগে, তার সাথে সময় কাটান।

৫. খেলাধুলা করতে পারেন, ইন্ডোর অথবা আউটডোর গেইমস যেটা ভালো লাগে।

৬. ভোরে উঠার অভ্যাস থাকলে, প্রকৃতির সান্নিধ্যে যান, অবস্যই আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে।

মোটকথা, মাইন্ড ফ্রেশ করতে কোনো মেশিন না, প্রাকৃতিক উপায় অবলম্বন করুন।

ধন্যবাদ।

Jhuntu Mia
jhuntumia
252 Points

Popular Questions