মাইক্রোসফট অফিস-এর কোন ভার্সনটা সবথেকে জনপ্রিয়? আপনি কোন ভার্সনটা ব্যবহার করেন?

1 Answers   10.6 K

Answered 2 years ago

অফিস ৯১ সালে ১ম ভার্সন লঞ্চ করে। এর পর থেকে উইন্ডোজ এর সাথে সাথে অফিস এর ও আপগ্রেডেশন করতে হতো।

জদি জিজ্ঞেস করেন কোন ভার্সনে ফিচার বেশি, তবে ২০১৯ ভার্সনে oneNote টা হচ্ছে অতিরিক্ত দেয়া আছে।

তবে সবার কনফিগারেশন সমান না বিধায় সব ভার্শন স্মুদলি চলে না।

উইন্ডোজ ১০ এ সব থেকে বেশি ব্যবহার হয় ১৬ এবং ১৩।

অপর দিকে উইন্ডোজ-৭ এ সব থেকে বেশি ব্যবহার হয়, ১৩ এবং ৭।

৭-১৯ জতগুলো ভার্শন আছে এদের সব গুলোর ইউজার এক করলে যা হবে, তার কয়েকগুন ইউজার পাওয়া যাবে ৩৬৫ ভার্সনে।

যদিও অফিস -৩৬৫ এখন আর নেই, কিনলে মাইক্রোসফট ৩৬৫ কিনতে হবে।

জেটাতে আলাদা আলাদা প্যাকেজে অনেক ফিচার দেয়া আছে। স্কাইপি সহ আরো নানান কিছু।

নিচের ভিডিও থেকে আরো বিস্তারিত ডিটেইল জানতে পারবেন আশা করি।


Jannati Khatun
Jannati Khatun
570 Points

Popular Questions