মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেমের নাম কী?

1 Answers   2.3 K

Answered 2 years ago

আরও একটি নতুন অপারেটিং সিস্টেম আনছে মাইক্রোসফট।

নতুন ওই অপারেটিং সিস্টেম খুবই আধুনিক হবে বলে ইঙ্গিত দিয়েছে সফটওয়্যার জায়ান্টটি। অপারেটিং সিস্টেমটির নাম কি হতে পারে সেটা সম্পর্কে কিছু জানা যায়নি।

তাইওয়ানের তাইপে শহরে চলমান কম্পিউটেক্সে আয়োজনে অংশ নিয়ে মার্কিন জায়ান্ট মাইক্রোসফটের এক কর্মকর্তা এমন ইঙ্গিত দেন।

প্রতিষ্ঠানটির কনজিউমার অ্যান্ড ডিভাইস সেলসের ভাইস প্রেসিডেন্ট নিক পার্কার মাইক্রোসফটের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরতে গিয়ে এমন ইঙ্গিত দেন।

সংবাদ মাধ্যম এনগ্যাজেট জানাচ্ছে, প্রতিষ্ঠানটি এখনো নতুন ওএসের বিষয়ে কোন ধরনের আনুষ্ঠানিক মন্তব্য না করলেও গুঞ্জন উঠেছে তারা উইন্ডোজ লাইট অপারেটিং সিস্টেম আনতে যাচ্ছে। কিন্তু প্রতিষ্ঠানটির পাইপলাইনে কি রয়েছে সেটি দেখার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলে জানান নিক পার্কার।

পার্কার তার বক্তব্যে বারবার করেই নতুন অপারেটিং সিস্টেমটির কথা এনেছেন। সেখানে তিনি বলার চেষ্টা করেছেন, অপারেটিং সিস্টেমটির ফিচার ক্লাউডের সঙ্গে যুক্ত হবে। থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, মাল্টি সেন্স অপারেশন কাজ করা যাবে এতে। পেন এবং ভয়েস দিয়েও কাজ করা যাবে।

নতুন ওএসে ফোরজি ডেটার মাধ্যমে অ্যাপের সাহায্যে স্মার্টফোনেও কিবোর্ড, মাউস ব্যবহারের মতো সুবিধা রাখবে মাইক্রোসফট।

তবে আগের ওএস থেকে এটি অনেকটা ভিন্ন হবে বলে জানায় প্রতিবেদনটি।


Tasnim Ahmed
tasnimahmed
549 Points

Popular Questions