মহিষাসুর কি আসলে প্রাচীন বঙ্গের রাজা (প্রকৃত নাম জানা যায় না)?
13
0
1 Answers
13.2 K
0
Answered
3 years ago
আংশিক সত্য। এখনও অসুর নামক একটি জনজাতির অস্তিত্ব উত্তর বঙ্গের দুইটি গ্রামে আছে। এদের একজন দেবতাও আছেন তার পূজা এরা করেন।কিন্তু রামায়ণ উল্লেখিত মহিষাসুরের সঙ্গে ওই দেবতার যোগাযোগ আছে বলে কোনো পারিপার্শ্বিক প্রমান পাওয়া এখনও যায় নি।
sinjonkhan publisher