মহাবিশ্বের কিছু দারুণ তথ্য কী কী?

1 Answers   3.6 K

Answered 2 years ago

মহাবিশ্বে রহস্যের এক কথায় কোনো শেষ নেই। খুবই সাধারণ কিন্তু মজার কিছু তথ্য এখানে দিলামঃ

  • মহাবিশ্বে এখন পর্যন্ত পাওয়া দ্রুততম নক্ষত্র- পিএসআর ১৯৩৭+২১৪। এটি সেকেন্ডে প্রায় ৬৪২ বার ঘোরে।
  • অনুজ্জ্বলতম নক্ষত্র আরজি ০০৫৮.৮ — ২৮০৭; এর উজ্জ্বলতা সূর্যের এক মিলিয়ন ভাগের এক ভাগ।
  • ধারণা করা হয়, নেপচুনের পর আরো একটি গ্রহ পাওয়া যাবে। ধারণামতে, সেটি সূর্যকে একবার আবর্তন করতে ১০০০ বছরের বেশি সময় নিবে।
  • শুধুমাত্র শনির নয়, ইউরেনাস, নেপচুন এমনকি বৃহস্পতি গ্রহেরও নিজস্ব রিং আছে। তবে তা এত পাতলা যে শক্তিশালী টেলিস্কোপ ছাড়া বোঝা যায় না।
  • আজ থেকে মোটামুটি ১কুইন্টিলিয়ন ^ ১কুইন্টিলিয়ন বছর পর নতুন একটি মহাবিশ্ব সৃষ্টি হবে, নতুন বিগ ব্যাং এর ফলে।
  • ব্ল্যাক হোলের মহাকর্ষ এত বেশি শক্তিশালী যে আলো এতে বেকে যায়, এর কেন্দ্রে সময় বা স্থান-কাল এর নিত্যতা কাজ করে না। যাকে সময় সংকোচন বলা যেতে পারে।
  • আমাদের দেহের মৌলিক উপাদানগুলো এসেছে নক্ষত্রের জন্মের সময় হওয়া রাসায়নিক ক্রিয়ার ফলে।
Telha Setu
talhasetu
359 Points

Popular Questions