Answered 3 years ago
নিউটন এর মাথায় আপেল পড়ার ঘটনা তো ছোট থেকে শুনে শুনে কানের পোকা মরে গেছে নিশ্চয়। তো আপেল টা কেনো পড়েছিল?মাধ্যাকর্ষণ শক্তি সে আবার কিপৃথিবী সমস্ত বস্তুকে নিজের দিকে টানে। ওহ!!!… তাহলে পেন এর ভিতর এর কালি ই বা কেনো বাদ যায়। টেনে নেওয়া যাক ওটাকেও (--পৃথিবীর ভাবনা)।
পৃথিবী যে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে তা মহাকাশ এ নেই।তো কলম দিয়ে লিখতে গেলে আর কালি পেন এর মধ্যেই থেকে গেলো, তাহলে লেখা টা ফুটে উঠবে কিভাবে?? আমরা যে কলম গুলো সাধারণত ব্যবহার করে থাকি তা মাধ্যাকর্ষণ এর দ্বারা ই কাজ করে,এর অনুপস্থিতি তাই মহাকাশ এ লেখা অসম্ভব হয়ে পড়ে।
কখনো খেয়াল করে দেখবেন পেন টা কিছুক্ষন উল্টিয়ে রাখলে সেটা থেকে কালি বেরোনো বন্ধ হয়ে যায়। একটু ঝাকিয়ে নিকে সোজা করে আবার সেটা থেকে লেখা যায়। এই ঝাঁকুনির দ্বারা আপনি নিচের দিকে অথবা বলতে পারেন মাধ্যাকর্ষণ শক্তির দিকে বল প্রয়োগ করে তার কাজ টি সহজ করে দিচ্ছেন।
riponmollah publisher