Answered 2 years ago
বর্তমান সময়কে বলা হয় বিজ্ঞানের যুগ অনেক আগেই মানুষ চন্দ্র জয় করেছে এখন স্বপ্ন দেখছে মঙ্গলে বসবাস করার। আর মঙ্গলে বসবাস করবে নিরাপত্তা ব্যবস্থা থাকবে না এটা কেমন কথা। সমাজে একটা প্রবাদ প্রচলিত আছে, যেখানে মানুষ আছে সেখানে নাকি শত্রু ও আছে, তাইতো এখন চিন্তার বিষয় হয়ে দারিয়েছে মাহা আকাশে কি গুলি চালানো সম্ভব।
আপনার প্রশ্নের উত্তর হল গুলি চালানো সম্ভব। তবে গুলি চালানোর পরে কি হবে সেই বিষয়টা একটু আলোচনা করা জাক।
আগে বিষয় বস্তুটা একটু বুঝেনেই মহা আকাশের পরিবেশেটা কেমন।
মহাকাশ এমন একটি জায়গা, যেখানে কোনো গ্রহের আকর্ষণ বল থাকে না বললেই চলে।এই আকর্ষণবিহীন জায়গায় যে কোনো বস্তু অনাহাসেই ভেসে বেড়াতে পারে। মহাকাশে সব কিছু পৃথিবীর মত ভাবে ঘটে না। যেমন, আপনি পৃথিবীতে সহজেই জলকে পাত্রে করে খেয়ে নিতে পারলেও মহাকাশে সেটি করা সম্ভব হয় না। এরকমই অনেক কিছুই আছে, যেগুলো মহাকাশে করাটা অসম্ভব।
আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো, যদি মহাকাশে বন্দুক দিয়ে গুলি চালানো হয়, তাহলে কি কি ঘটতে পারে।
ঘটনা ১
আমরা জানি মহাকাশে বায়ু মাধ্যম থাকে না।আর শব্দ কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়া এক জায়গা থেকে অন্য জাইগায় যেতে পারে না। এজন্যই মহাকাশে যদি গুলি চালানো হয়, তাহলে কোনো শব্দ শুনতে পাওয়া যাবে না।
ঘটনা ২
মহাকাশে যেহেতু কোনো রকম বায়ু থাকে না, তাই অক্সিজেন থাকার কোনো প্রশ্নই আসে না।ফলে বন্দুকের মধ্যে যদি আলাদা ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা না থাকে, তাহলে বন্দুকটি থেকে গুলো বের হবে না। কারণ অক্সিজেন না থাকালে আগুন জ্বলবে না, আর আগুন না জ্বললে গুলির ভিতরে থাকা বারুদের দহন হবে না। আর বারুদের দহন না হলে গুলিটি কাজ করবেই না।
ঘটনা ৩
যদি আলাদা ভাবে অক্সিজেনের ব্যবস্থা করে বন্দুক থেকে গুলি বের করা যায়, তাহলে অন্য বিপদের মুখোমুখি হতে হবে। নিউটনের তৃতীয় গতিসুত্র অনুযায়ী, বন্দুকের গুলিটি যে গতিবেগ নিয়ে বন্দুক থেকে ছুটে বের হবে, আপনিও একই পরিমান গতিবেগ নিয়ে গুলির বিপরীত অভিমুখে ছুটে যাবেন। অর্থাৎ বুঝতেই পারছেন কি অবস্থা হতে পারে! তবে এই পরিস্থিতি তৈরি হবে, যদি আপনি মহাকাশে ভাসমান অবস্থাই গুলিটি নিক্ষেপ করেন, রকেট বা মহাকাশ স্টেশনের ভিতর থেকে গুলি ছুড়লে এতটা তীব্র প্রভাব আসবে না।
ঘটনা ৪
গুলি তো আপনি ছুঁড়ে দিলেন, কিন্তু কাকে উদ্দেশ্য করে গুলিটি ছুঁড়লেন? যদি গুলিটি কোথাও বাঁধা না পায়, তাহলে গুলিটি পুরো মহাকাশ গোল করে ঘুরে এসে আপনার কাছেই আসবে, যদি আপনি একই জায়গায় থেকে থাকেন তাহলে গুলির আঘাতে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে!
admin publisher