Answered 2 years ago
মরুভূমির বালু দিয়ে কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক করা হয় না, কারণ, কনস্ট্রাকশন মজবুত হবে না।
মরুভূমির বালু খুবই মসৃণ থাকে এবং অনেকটাই রাউন্ড শেপ হয়, যার ফলে, সিমেন্ট থাকা সত্বেও, জয়েন্ট শক্ত হবে না।
জয়েন্ট এর জন্য rough surface দরকার এবং কোণ থাকা দরকার, যাতে, পারস্পরিকভাবে দুটো তল মিশে যায় এবং মাঝখানে ফাঁক না থাকে, বায়ু যাতে চলাচল না করতে পারে, তাহলেই জয়েন্ট শক্ত হবে।
মরুভূমির বায়ু angular shape না হওয়ার জন্যই এর দ্বারা মজবুত জয়েন্ট করা সম্ভব নয়।
সেজন্য, নির্মাণ কাজে একে ব্যবহার করা হয় না।
ভাই, তৌসিফ, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। উত্তরদাতা হিসেবে আমাকে নির্বাচন করে, পরোক্ষে আমার অজানা বিষয়টিই জেনে নিতে সাহায্য করলেন, আপনি।
ভালো থাকবেন,
Irin Islam publisher