Answered 2 years ago
হ্যা !! মরুভুমিতেও মাছের চাষ করা সম্ভব। এটাকে বলা হয়ে থাকে - ঘরে মাছ চাষ (indoor fish farming)। এক্ষেত্রে ২টি পদ্ধতি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, যেমন: ১. পানির আবর্তন করে মাছ চাষ পদ্ধতি (recirculatory aquaculture system, RAS), ও ২. জৈবগোষ্ঠী কাজে লাগিয়ে মাছ চাষ পদ্ধতি (biofloc aquaculture system, BAS)। এই উভয় পদ্ধতিতে মাছ চাষ করে মাছের উৎপাদন ৫-২৫ গুণ (পুরান পদ্ধতির, traditional methods চেয়ে) বাড়ানো সম্ভব, হোক না ধূধূ মরুভুমি (deserts) কিংবা অথৈ জলরাশি (oceans) কিংবা পাহাড়ের (mountains) চূড়া। প্রয়োজন বড় পরিসরে সঠিক পরিকল্পনা (appropriate planning) এবং একক বিনিয়োগ করার একনিষ্ঠ মানসিকতা (rigid mentality to monopoly investment)।
Arif Khondokar publisher