মনুষ্যত্ব কী? মনুষ্যত্ব কাকে বলে?

1 Answers   11.2 K

Answered 2 years ago

মনুষ্যত্ব হলো মানুষের চিরাচরিত বা শাশ্বত স্বভাব বা গুণ।যেমন দয়া-মায়া, ভালোবাসা, পরোপকারিতা, সহানুভূতি, সম্প্রীতি, ঐক্য ইত্যাদি। কিন্তু আমরা মানুষ হিসেবে নিজেদেরকে কতটা প্রতিষ্ঠা করতে পেরেছি ? ভালো-মন্দ,-স্বার্থবাদী দুই ধরনের মানুষেরই পদচারণা ঘটেছে এই নিখিল বিশ্বে। কিন্তু তারা সকলেই কি মানবতা-মনুষ্যত্বকে প্রতিষ্ঠা করে নিজেদেরকে মানুষ প্রমাণ করতে সক্ষম হয়েছে ? আমাদের নিত্য কর্মকাণ্ডে মনুষ্যত্বের চিরন্তন-সনাতন প্রতিফলন কি ঘটাতে পারছি ? কেবল মাত্র যাদের মধ্যে মানবিক গুণ রয়েছে শুধু তাদেরকেই আমরা মনুষ্যত্বের ধারক বা প্রকৃত মানুষ বলতে পারি।

Bipul
Bipul652
294 Points

Popular Questions