Answered 2 years ago
নিজের অভিজ্ঞতা থেকে ভ্রমণের সময় যা যা শিখেছি গড়গড় করে বলে দিচ্ছি।
ট্রেন প্লেনের টিকিট কাটার সময় ভ্রমণের তারিখটা একটু মাথা ঠান্ডা করে লিখুন বা টাইপ করুন। এমন যেন না হয় যে আপনি স্টেশনে পৌঁছে জানতে পারলেন আপনার ট্রেন এক মাস আগেই আপনাকে ছেড়ে চলে গেছে। অর্থাৎ আপনি যাবেন 25th August আর টিকিট বুক করার সময় ভুল করে লিখলেন 25th July. এটা আমাদের সাথে যদিও হয়নি কিন্তু জানাশোনা অনেকের সাথেই হয়েছে। আবার উল্টোটাও হয়েছে। এক মাস আগেই এয়ারপোর্ট পৌঁছে গেছে।
আপনার সফরের সময়টা ভাল করে খেয়াল করবেন। রাত বারোটার পর তারিখ বদলে যায় সেটা খেয়াল রাখবেন। ধরুন 25th August রাত বারোটা দশে আপনার ফ্লাইট। মনে রাখবেন আপনাকে 24th August রাত দশটার মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে হবে। 25th August রাত দশটাতে এয়ারপোর্ট পৌঁছালে আপনার ফ্লাইট অন্তত বাইশ ঘন্টা আগে ফুরুৎ হয়ে গেছে। এই ভুলটা অনেকের হয়।
নিজের আইডেন্টিটি কার্ড, আধার কার্ড সবসময় সঙ্গে রাখবেন। আপনার সাথে যদি পরিবার থাকে তাদের আইডেন্টিটি কার্ডও সঙ্গে রাখুন।
টাকাপয়সা পর্যাপ্ত পরিমাণে রাখুন। যে বাজেট নিয়ে বেরিয়েছেন তার থেকে বেশী টাকা সঙ্গে রাখুন। বিপদে পড়লে কাজে লাগবে আর যদি না লাগে তাহলে তো ফেরতই আসবে। এটিএম কার্ড / ডেবিট কার্ড ছাড়াও ক্যাশ সাথে রাখুন।
টাকাপয়সা বিভিন্ন জায়গায় রাখুন। সব টাকা সুটকেসে রেখে দেবেন না। নিজের বিভিন্ন পকেটে রাখুন। একটা চোরা পকেট অবশ্যই রাখবেন। পরিবারের সবার কাছে অল্প অল্প টাকা দিয়ে রাখবেন।
আপনার প্রত্যেকটা লাগেজর ভেতরে , আপনার ওয়ালেটে একটা চিরকুটে আপনার নাম আর ফোন নাম্বার লিখে ভরে রাখুন। যদি লাগেজ হারিয়ে যায় আর কোন সহৃদয় ব্যক্তির হাতে পড়ে তাহলে আপনি হয়তো আপনার জিনিস ফেরত পেয়ে যেতে পারেন। আমার বান্ধবীর ল্যাপটপ ব্যাগ এভাবেই ফিরে পেয়েছিল।
যথাসাধ্য কম মালপত্র নিয়ে ভ্রমণ করুন। এই লটবহর অনেক সময় ভ্রমণের আনন্দ মাটি করে।
প্লেনে সফর করলে আপনার লাগেজে কোনো ধরণের স্টিকার বা একটা চিহ্ন লাগিয়ে রাখুন যাতে কনভেয়ার বেল্টে আপনার লাগজকে আপনি চট করে চিনতে পারেন। আমার একবার এমন হয়েছিল। নিজের কালো সুটকেসকে নিজেই চিনতে পারছিলাম না। দুই চক্কর খেয়ে যখন সুটকেসটা লাওয়ারিশের মতো আবার করে আমার সামনে দিয়ে দুলে দুলে যাচ্ছিল তখন মনে হলো এটাই আমার সুটকেস না তো ? নিতে ভয় হচ্ছিল যদি ভুল সুটকেস হয় তাহলে আমাকে চোর টোর ভেবে বসবে না তো ? তারপর থেকে আমার সব লাগেজর হ্যান্ডেলে একটা করে লাল সাটিনের রিবন বেঁধে রাখি।
কিছু প্রয়োজনীয় জিনিস নিতে ভুলবেন না..যেমন টর্চ, তালা চাবি, ছোট্ট একটা ছুরি, একটা পুরোনো নিউজ পেপার , পলিথিন ব্যাগ , মোবাইল চার্জার , পাওয়ার ব্যাঙ্ক, কিছু শুকনো খাবার..বিস্কুট, চানাচুর, চিপস জাতীয়।
মনে আনন্দ রেখে বেড়াতে যান। ঘুরুন ফিরুন, ফুর্তি করুন। দয়া করে ভোঁসভোঁস করে ঘুমিয়ে সময় নষ্ট করবেন না। যে জায়গায় গেছেন..সব ভাল করে দেখে নিন। ওখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলুন ..দেখবেন অনেক কিছু জানতে পারবেন আর হ্যাঁ, অপরিচিত জায়গায় গিয়ে বিনা কারণে কোনো ঝুটঝামেলাতে জড়িয়ে পরবেন না। স্থানীয় লোকের সাথে সুহৃদ ব্যবহার করুন।
riponmollah publisher