ভেনঅ্যালেন বিকিরণ কী?

1 Answers   6.6 K

Answered 2 years ago

বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার। প্রায় বায়ুশূন্য স্থানে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের ইলেকট্রন ও প্রোটন আয়ন গুলি বলয়াকারে অবস্থান করে। এর আবিষ্কর্তা জেমস ভ্যান অ্যালেন এর নামানুসারে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলে। সৌরবাত থেকে আয়ন ও পৃথিবীর চৌম্বক কেন্দ্রের জন্য বিভিন্ন মহাজাগতিক রশ্মির প্রভাবে এই বলয় সৃষ্টি হয়।

এই অঞ্চলটির ঘণত্ব বিষুবীয় অঞ্চলে অত্যন্ত বেশী,আর মেরু অঞ্চলে বলতে গেলে নাই বললেই চলে।তবে দুই অঞ্চলের মধ্যে কোন শূণ্যতা নেই।একটি উচ্চশক্তির চার্জিত কণা অঞ্চল,অপরটি উচ্চশক্তির চুম্বকত্ব অঞ্চল। মূলত দু’টিই আহিত কণার প্রবাহ অঞ্চল, যারা ক্রমান্বয়ে একতে মিশে গেছে। ভেন এলেন অঞ্চলটি দুটি স্তরে বিভক্ত। ভিতরের স্তরটি ভূপৃষ্ঠ থেকৈ তিন হাজার কি মি উপরে অবস্থিত আর বাইরের স্তরটির সবচেয়ে বেশী ঘনত্ব হল ১৫-২০ হাজার কি মি উচ্চতার মধ্যে।আবার অনেকেই মনে করেন তা ৩৮০০০ কি মি উপরে।

Sopnil Sopno
sopnil.sopno
487 Points

Popular Questions