ভুল করা কি খারাপ নাকি চেষ্টা না করা?

1 Answers   9.2 K

Answered 2 years ago

খারাপ এবং ভালো হচ্ছে আপেক্ষিক বিষয়। আপনার কাছে যা খারাপ মনে হয় সেটা আরেকজনের কাছে নাও মনে হতে পারে। ভালো-খারাপ নির্ধারণ হয় মূল্যবোধের মাধ্যমে। আপনি যে সমাজ ও সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠেন তার আলোকেই ভালো মন্দ নির্ধারণ করে থাকেন।

ভুল করা বা চেস্টা না করা এর সাথে ভালো বা খারাপের সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে। এসব খারাপ নির্ধারণের কোনো ধ্রুব মানদন্ড নয়।

Rubayat
Rubayat
334 Points

Popular Questions