ভিডিও দেখে হিন্দি ততটা সহজে শিখা যায় ওরকম ভাবে ভিডিও দেখে English speaking & listening এ ভালো হওয়া এত কঠিন কেন একজন বাঙালির পক্ষে?

1 Answers   13.5 K

Answered 2 years ago

ছোট্ট করেই বলি !

    বলেনতো ইংরেজির কয়টা শব্দ শুনে আপনার পরিচিত কিংবা আপনার মাতৃভাষা বাংলার মতো মনে হই? হয়তো আমাদের ভাষার সাথে মিশ্র যে সকল ইংরেজি আছে শুধুই সেগুলোই পরিচিত মনে হয়।যেমন : চেয়ার,টেবিল,স্কুল ইত্যাদি।
    এবার বলেন যে আপনার হিন্দি কয়টা শব্দ শুনে অপরিচিত মনে হয়? হ্যা অপরিচিতই। হিন্দি এমন একটা ভাষা যার প্রত্যেকটা শব্দ বাংলার মতোই।^হিন্দি(আপনে_আচ্ছাই কিয়া) ^বাংলা(আপনি ভালোই করেছেন) !
    ★ সোজা কথা পরিচিত পরিচিত লাগে এমন কিছুর সাথে পরিচয় হয়ে গেলে তা আমরা ভুলি না। কিন্তু একেবারে অপরিচিত এমন কিছুর সাথে পরিচিত হলে কিছুক্ষন পরেই তাকে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি না অনেক ভালো করে পরিচিত হতে পারি।
    ★★ ছোট্ট করে বলতে পারলাম না

Shaira Khatun
shaira985
239 Points

Popular Questions