ভাসানীর ইচ্ছা অনুসারে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা নিয়ে গ্রেটার বাংলাদেশ গঠিত হলে মেঘালয় রাজ্যের ভবিষ্যত কী হত?

1 Answers   12.3 K

Answered 2 years ago

শুধু মেঘালয় কেন একসময় মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও অসম রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সেই হিসাব ধরেই ভাসানী এরূপ মন্তব্য করেছিলেন। মেঘালয় রাজ্যটি সৃষ্টি হয় ১৯৭২ সালের জানুয়ারি মাসে। কিন্তু ভাসানী এই কথা বলেছিল ১৯৭১ সালে। ওনার কথানুযায়ী শুধু মেঘালয় কেন বর্তামান অরুণাচল প্রদেশ এবং মিজোরাম, নাগাল্যান্ড শুদ্ধ বাংলাদেশের অন্তর্ভুক্ত হতো।
Noyon Khan
noyonkhan
287 Points

Popular Questions