"ভালো ভার্সিটিতে চান্স পাইলে জীবনে মেয়েদের অভাব হবে না"- এই ধরণের মোটিভিশন দেওয়া পাবলিকদের মুখ্য উদ্দেশ্য কি মেয়েদের লোভী হিসেবে দেখানো?

1 Answers   13.5 K

Answered 2 years ago

হাহাহাহা…না না…উল্টোটা।

একটা ভালো- শিক্ষিত- সুন্দরী মেয়েকে পেতে হলে একটা ছেলেকে সেভাবে নিজেকে তৈরি করতে হবে। মেয়েটির সমকক্ষ বা যোগ্য হতে হবে। চাঁদের দিকে হাত বাড়াতে অসুবিধে নেই কিন্তু চাঁদ হাতে পাওয়া কি অতই সোজা ? 😀 সেই চাঁদকে হাতে পেতে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কেউ কেউ দিনরাত মেহনত করে। তাহলে লোভী কে হলো গা ? 😛

তবে এই ধরণের মোটিভেশন নিতান্তই কৌতুক বলে আমার মনে হয়। ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বেরোলে জীবনে আরো অনেক কিছু পাওয়া যায়।

Tasfun Khan
tasfinkhan
528 Points

Popular Questions