ভালো থাকার জন্য আমি যা করি - কোনো স্বার্থপর মানুষের সাথে কথা বলি না যে আমায় দেখে জলে আমায় খারাপ খারাপ কথা বলে তাদের থেকে 500m% দূরে থাকি নিজের পায়ে দাঁড়াতে চাই জীবনে কিছু করে ভালো থাকতে চাই ফ্যামিলি কি নিয়ে ভালো থাকতে চাই অচেনা থেকে বহু দূরে থাকতে চাই কোনো জিনিসের কমি রাখবো না সবাই কে, সব জিনিশ কে মানিয়ে গুছিয়ে চলে ভালো থাকবো ভালো থাকার জন্য নিজকে ভালোবাসতে হবে তবেই ভালো থাকা যায়,,,,যেই মানুষ গুলো যেই সব জিনিস গুলো negative সেই গুলোর থেকে আমরা দূরে থাকবো তবেই আমার ভালো থাকবো,,,😊👍👍
mstsalmakhatun publisher