ভালো ইয়ারফোন চেনার উপায় কী?

1 Answers   7.9 K

Answered 2 years ago

ভাল ইয়ারফোন চেনার একমাত্র উপায় হচ্ছে ব্র‍্যান্ডেড ইয়ারফোন কেনা। বেশিদিন টিকবে এরকম ইয়ারফোন কিনতে চাইলে অবশ্যই ভাল কোনও ব্র‍্যান্ডের ইয়ারফোন কিনবেন।

স্বল্প দামের মধ্যে চাইনিজ ব্র‍্যান্ডগুলোর মধ্যে রয়েছেঃ শাওমি, ওয়ানপ্লাস, লেনোভো এবং উইসি। ব্র‍্যান্ডের ইয়ারফোন গুলোর দাম কিছুটা বেশি পড়লেও এদের ইয়ারফোন গুলো বেশ টেকশই হয়। আরও ভাল চাইলে কিনতে পারেন এডিফায়ার, একেজি, সনি কিংবা সেনহাইসার এর ইয়ারফোন।

ইয়ারফোন কেনার আগে অবশ্যই ইয়ারফোনের স্পেসিফিকেশান দেখে কিনবেন, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই আগে ব্যবহার করে শব্দের মান যাচাই করে নেয়া যায় না। বিশেষত 'সাউন্ড প্রেশার লেভেল'। এটি যত বেশি হয়, ইয়ারফোনের শব্দ ততটা জোড়ালো হয়। এটিকে 'db' দিয়ে প্রকাশ করা হয়। ১০০ এর উপরে থাকা আমি ভাল মনে করি।

সাথে 'ড্রাইভার সাইজ' টিও দেখে নিতে পারেন। যত বড় ড্রাইভার সাইজ, তত পরিষ্কার এবং ওয়াইড সাউন্ড লেভেল পাওয়া যায় ক্ষেত্র বিশেষে।

তবে বেস আলাদাভাবে বোঝা যায়, এরকম কোনও পদ্ধতি আমার জানা নেই।

ব্লুটুথ কিনলে ব্যাটারি ব্যাক-আপ কেমন হবে, সেই সাথে মাইক্রোফোনের মান কেমন হবে, এগুলো ইউটিউব থেকে রিভিউ দেখে নিতে পারেন।

মনে রাখবেন গেইম খেলার জন্য পুরোপুরি যোগ্য ব্লুটুথ ইয়ারফোন কিংবা হেডফোন এখনও কোনও প্রতিষ্ঠান তৈরি করতে পারেনি।

সেক্ষেত্রে আপনার ফোনের পোর্টটি যদি হয় টাইপ-সি, কিনে নিতে পারেন টাইপ-সি ইয়ারফোন। বর্তমান বাজারে ওয়ানপ্লাস এর টাইপ-সি ইয়ারফোনটি স্বল্প দামের ভেতর বেশ চলছে।

চেষ্টা করবেন একটু দাম দিয়ে ব্র‍্যান্ডের ইয়ারফোন কিনতে। আপনি ঠকবেন না। অনেকদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।


Tripty Khan
triptykhan
581 Points

Popular Questions