ভারত রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত খনিজ তেল কিনছে, বাংলাদেশ কেন রাশিয়া থেকে কিনতে অস্বীকার করেছে? অপরিশোধিত তেল নিয়ে শ্রীলঙ্কা, ভুটান, নেপাল ও পাকিস্তানের কী অবস্থা?

1 Answers   14.2 K

Answered 3 years ago

আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই এ প্রশ্নের জবাবে বলেছেন,"বাংলাদেশ আমেরিকার সমস্যা হোক এমন কিছু করতে চায়না।"


এর কারণ অলরেডি বাংলাদেশের RAB এর ওপর নিষেধাজ্ঞা দেয়ায় আওয়ামীলীগ সরকার চরম বিপাকে।তার ওপর কমদামে তেল কিনলে তো সরকারই ফেলে দিতে পারে আমেরিকা।এই ভয়েই লাভ থাকা সত্বেও আমরা কিনতে পারছিনা।


আর ভারত কিনছে কারণ ভারত বুঝতে পেরেছে এ অঞ্চলে চীনকে বগলদাবা করে রাখতে গেলে আমেরিকার ওদেরকে প্রয়োজন হবেই(করতে পারবে কিনা অজানা)।তাই ভারতকেও একটু ফ্রি জোন দিচ্ছে।তার ওপর গতমাসে একটা রিপোর্টে দেখলাম রাশিয়া নাকি ভারত-চীনের মধ্যে মধ্যস্ততা করে বন্ধুত্ব গড়ে দিতে তৈরী((এটি হয়তো কয়েক বছরের জন্যে হলেও হতে পারে।তবে লং টার্ম প্রসেসে অসম্ভব। রাশিয়াও জানে গণচীন যদি আরও ফ্লারিশ করে,রাশিয়াকেও ভূমি হারাতে হবে।হবেই।))ধরে নিলাম মধ্যস্ততা হলো,তবে তা হবে আমেরিকার জন্যে চরম বাস্তবতা।


দ্বিতীয় অংশের উত্তর জানা নেই।ঘাটাঘাটি করে জানতে পারলে যুক্ত করে দিবো।


Fensi Nahar
fensinahar
312 Points

Popular Questions