ভারত ভাগের প্রভাবসমূহ কী?

1 Answers   12.6 K

Answered 2 years ago

ভারত ভাগের এবং পাকিস্তান ভাগের সবচেয়ে ইতিবাচক প্রভাব হচ্ছে পূর্ব বাংলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী আত্মপরিচয় তৈরি করে পৃথিবীর সামনে বাঙ্গালী জাতি ভিত্তিক একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে পেরেছে। এখন বহিঃবিশ্বে বাঙ্গালী বলতে মূলত বাংলাদেশীদেরই বোঝায়। এজন্য রাগে দুঃখে কিছু লোক বাংলাদেশীদের আরবিকৃত বাঙ্গালী বলে মনের জ্বালা মিটায়।

Indila Indira
indilaindira
286 Points

Popular Questions