ভারত বাংলাদেশ দেশকে দখল করতে কত দিন সময় লাগতে পারে?

1 Answers   13.8 K

Answered 2 years ago

সাধারনত সম্পদ আহরনের জন্য একটি দেশ অন্য দেশকে দখল করে। বাংলাদেশের সম্পদ বলতে সেইভাবে কিছু নেই। যা আছে সেটা ভারতেরও আছে আরো অনেক। বাংলাদেশ তাই লোভনীয় কোনো দেশ নয়। গ্যাস আছে? কোথায়? বাংলাদেশেই এখন গ্যাস সংকট। শিল্প কারখানায় গ্যাস দিতে হিমশিম খাওয়ায় বাসা বাড়িতে এখন এলপি গ্যাস কিনে ব্যবহার করতে হচ্ছে।

বাংলাদেশের মাটি উর্বর। অল্পতেও ফসল হয়। এটা লোভনীয় কিন্তু বাংলাদেশের জনসংখ্যা জমির তুলনায় কয়েকগুন বেশি। অল্প উর্বর জমি পেতে এত অধিক জনসংখ্যার বোঝা ভারত নিবে না। এমনিতেই সেই দেশে জনসংখ্যা ১৩০ কোটি ছাড়িয়েছে। আরো ২০ কোটির বোঝা কখনোই নিবে না সামান্য জমির বিনিময়ে যার অর্ধেকের বেশি জমি পানির নিচে।

বাংলাদেশের মানুষকে ধর্মপ্রান, ধর্মান্ধ, ধর্মভীরু সব কিছুতেই সংজ্ঞায়িত করা যায়। ভারত এই রিস্ক নিবে না।

বাংলাদেশকে ভারত নিজ দেশ থেকে আলাদা করেছে বা বাংলাদেশিরাই আলাদা করেছে ১৯৪৭ সালে। ভারতও সেই দেশভাগ মেনে নিয়েছে। তাই ১৯৭১ সালে বাংলাদেশকে আলাদা দেশ করার পিছনে অগ্রনী ভূমিকা রেখেছে।

ভারত অন্য কোনো দেশকে কখনো দখলে বিশ্বাসী না। বাংলাদেশকে নিজের ভবিষ্যত নিজে দেখার সুযোগ করে দিয়েছে ভারত ১৯৭১ সালে। চাইলে ১৯৭৫ সালে আর্মি পাঠিয়ে দখল করতে পারতো কিন্তু করে নি।

ভারত যদি চায় বাংলাদেশ এখনো দখল করতে পারে। সময় লাগবে ২ দিন কিন্তু বন্ধু দেশ কেনো ভারত দখল করবে? কোনো দেশ দখল করে নিজের দেশের অংশ করা যায় না যদি না সেই দেশের মানুষ না চায়।

বাংলাদেশের একটি লাল সবুজ পতাকা আছে। পানির নিচে দেশ ডুবে গেলেও লাল সবুজ পতাকাটির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ এসব কখনো ত্যাগ করা সম্ভব না। ভারত কখনোই সেটা করবে না।

ভারত নিজেই বাংলাদেশিদের লাল সবুজ পতাকাটি দিয়েছে। ভারত কখনোই কেড়ে নিবে না সেটা। ভারত নিজে রক্তাক্ত হয়ে কোটি বাংলাদেশি শরনার্থীদের বাচিয়েছে ১৯৭১ সালে। ভারত দরকার হলে আবার রক্ত ঝড়াবে বাংলাদেশিদের জন্য কিন্তু তবুও বাংলাদেশকে হুমকিতে ফেলবে না।

ভারত বা ইন্ডিয়া নিছক প্রতিবেশী না বাংলাদেশের জন্য। এ দেশের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীন হওয়ার ইতিহাস। বাংলাদেশকে দখল করে ভারত নিজের কাছে ছোট হবে না কখনো।

Rita khatun
ritakhatun
491 Points

Popular Questions