Answered 2 years ago
আমি একজন ভারতীয় মুসলমান।আপনারা কি উসকাচ্ছেন? এখানে কেও কারো উপর অত্যাচার করে না। আর এক আধটা ঘটনা এতো বরো দেশে হবেই। উত্তর প্রদেশে যা হচ্ছে তা আয়িন মেনেই হচ্ছে। আয়িনের বাইরে কেও কিছু করলে তাকে আয়িন সাজা দেয়।সে রকম দেশেই বাস করি। কারু এতো দম তো দেখি না যে বিনা দোষে হাত গায়ে দেবে।মুসলমান কেই লোকে ভয় করে জানে কোনো জ্ঞান নেই কার উসকানি তে কখন কি করে বসে। দেশে যে বরো কথা বলবে তিকেই তারাবো দেশ থেকে।
piyasahmed publisher