Answered 2 years ago
আমার কাছে এর উত্তর জানতে চাওয়ার জন্য ধন্যবাদ। যদি আপনি আগে কখনো কোনও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ দেখিয়ে থাকেন এবং তাঁর চিকিত্সা ফলপ্রসু না হয়ে থাকে, তাহলে তাঁর কাছে ভালো করে বুঝে নিন আপনার সমস্যা কি আর কোথায় আপনার রোগের সুচিকিতসা সম্ভব।
এছাড়া, এটাও ঠিক যে প্রথমেই আপনার কোনো বড় হাসপাতালে গিয়ে দেখানোর যুক্তি নেই। কলকাতা শহরে নিউরোমেডিসিন ও নিউরোসারজারী বিশেষজ্ঞ অনেক ডাক্তার রয়েছেন যারা আপনার রোগনির্ণয় এবং তার উপযুক্ত চিকিৎসা করতে সক্ষম।
এই অধমও তাঁদের মধ্যে একজন।
আরেকটা দরকারি কথা বলি, নিউরোসারজারী মানেই কিন্তু অপারেশন নয়, বিশেষ করে কোমরের গূঢ় সমস্যার জন্য। আমার কাছে অনেক এরকম রোগী আসেন, যারা ধুম করে প্রথমেই চেন্নাই, বাঙ্গালোর,ভেলোর ইত্যাদি জায়গায় গিয়ে বড় হাসপাতালের ডাক্তার এবং মানব সম্পদ এর 'সুপরামর্শ' মতো তাৎক্ষণিক অপারেশন করিয়ে চলে আসেন এবং কিছুদিন বাদে একই সমস্যা তাঁদের মধ্যে দেখা দেয়। তখন আবার তাঁরা আর্থিক সামর্থ্য নেই বলে আর ওদিকে যেতে চান না।
আপনি নিশ্চিন্তে আমার সঙ্গে দেখা করতে পারেন।
কস্তুরী দাস মেমোরিয়েল Superspeciality hospital,
মহেশতলা, কলকাতা।
মীর হাসান নৈম একটা ভালো উদাহরণ দিয়েছেন।
Rahul publisher