Answered 2 years ago
ইসলামে গাজওয়া বৈধ হওয়ায় ব্যপকহারে মুসলিম জিহাদী যুবক যুদ্ধে আগ্রহী হয়ে উঠে।
আরবি গাজওয়া শব্দের অর্থ আকস্মিক আক্রমন৷ এই শব্দটি ব্যবহৃত হয় কোন বানিজ্যিক কাফেলা কিংবা গোত্রের উপর আকস্মিক আক্রমন করে তাদের নারীদের ও সম্পদ ছিনিয়ে নেওয়া।
যদিও ধর্মে বলা হয়েছে বুঝিয়ে/দাওয়াত দিয়ে ধর্মান্তরিত করতে। জোর করে নয়। কিন্তু গনিমতের মাল ও নারীর সুবিধা থাকায় বুঝিয়ে ইসলামে নিয়ে আসার ব্যপারটি যুগে যুগে উপেক্ষিত হতে থাকে৷
পরিস্থিতি কখনো এমন হয়েছে যে বিরোধীপক্ষ ঈমান আনবে৷ তারপরেও মুজাহিদ যুদ্ধারা তাদেরকে কাফের ট্যাগ লাগিয়ে যুদ্ধ করে নারী ও গনিমতের মাল ছিনিয়ে নিয়ে এসেছে।
গনিমতের মাল হস্তগত করার বিষয়টি বেদুইনদের এতোই আন্দোলিত করেছিল যে যারা কুরাইশদের সাথে যুদ্ধে যেতে রাজি ছিলেন না তারা পর্যন্ত খাইবারের আক্রমনে সঙ্গী হতে রাজি হয়ে গেলেন।
ইসলামের এ ধরনের স্বর্গীয় যুদ্ধের নীতিনির্ধারণী পরবর্তিতে মুজাহিদদের অনুপ্রেরনা যুগিয়েছে ভারতবর্ষকে ইসলামি শাসনে নিয়ে আসার যদিও ইহা জুলুম বৈ কিছু ছিল না। কিন্তু মুসলিমরা এটাকেই সঠিক মনে করতো। কেননা তাদের ধর্মবই এটাকে সঠিক বলেছে।
mohabbat publisher