Answered 2 years ago
আমি প্রকৌশলী বা প্রযুক্তিবিদ্যার ছাত্র না হওয়ায় পুরোপুরি আবেদন করার প্রক্রিয়া জানি না। তবে আই আই টি তে ভর্তি হওয়ার জন্যে বিদেশি ছাত্রদেরও ভারতীয় ছাত্রদের মতো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (এডভান্সড) এর সম্মুখীন হতে হবে। এই পরীক্ষার কেন্দ্র ভারতের বাইরে কোথায় কোথায় আছে সে বিষয়ে আমার ধারণা নেই। পরীক্ষায় ভালো ফলাফল করলে আই আই টি তে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যাবে।
asbankhan publisher