Answered 1 year ago
এরম প্রশ্ন আমাকে করবেন না কারণ আমি এই সম্পর্কে কিছুই জানিনা ,আমি ভারতে থাকি এবং পশ্চিমবঙ্গেয় আমার বাড়ি ,আমি কোনো দিন শুনিনি এইসব মুক্তি সংগ্রামের ব্যাপারে। আমি ভারতীয় এটাই শেষ কথা , স্বাধীনতার কী আছে ? আমরা কি পরাধীন নাকি ? ভারতে সকল ধর্মের লোক বাস করে এখানে 25 টির বেশি ভাষায় লোক কথা বলে । বাংলা কে বিভাজন করার মানে কী,, এটা আপনাদের বাংলাদেশের ভুল ধারণা । আমি যেমন বাংলা জানি তেমন হিন্দি আর ইংলিশ ও জানি । কারণ এটা আমাদের সাবজেক্ট এর অন্তর্ভুক্ত। আমাদের কে কী ভাষায় কথা বললো তাতে কিছুই যায় আসে না । আমার মনে হয় আপনাদের বাংলাদেশ এ এইসব ভুল বোঝানো হচ্ছে ।আমরা স্বাধীন ভারতীয় এবং আমরা এতে গর্ব বোধ করি । বাংলাদেশের থেকে ভারত অনেক এগিয়ে এদের তুলনা হয় না 😌
premaislam publisher