ভারতের মাটিতে ১০ কোটি বাঙালির মুক্তিসংগ্রাম শুরু হলে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ব্যক্তিগত সমর্থন কাদের পক্ষে থাকবে? আপনার মতামত কী?

1 Answers   12.3 K

Answered 1 year ago

বিসমিল্লাহির রহমানির রহীম। প্রথমেই বলি, আপনি ভাই একটু অন্যরকম। আমার দেখা যথাসম্ভব প্রথম ভারতীয় বাঙ্গালী স্বাধীনতা চান যেখানে পশ্চিম বাংলার মানুষ আসলে মনেই করে না তারা পরাধীন!!! 😅 যাই হোক, আসল আলাপে আসি! বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার ঐতিহাসিকভাবে ভারতপন্হী কারণ এই পরিবারটা বিভিন্নভাবে ভারতের কাছে ঋণী। যেমন, শেখ মুজিবকে হত্যার পর শেখ হাসিনা তার জামাইসহ ৬ বছর ভারতে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন, ভারতের পরামর্শেই উনি দেশের স্বার্বভৌমত্ব বিরোধী 'পার্বত্য শান্তি চুক্তি' করেন, ২০১৪ সালে ভারত নিজে এরশাদকে গৃহপালিত বিরোধী দল হতে রাজি করিয়ে শেখ হাসিনার ক্ষমতা টিকায় —ইত্যাদি। আবার বিনিময়ে হাসিনাও দু'হাত ভরে ভারতকে এতো কিছু দান করেছে যে ভারত কয়েক দশক শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। তাই ভাই, আপনাদের ভারতে যদি ১০ কোটি বাঙ্গালীর মুক্তিসংগ্রাম শুরু হয় (যেটা অবাস্তব কল্পনা; কাশ্মীর, পাঞ্জাব, নাগাল্যান্ড, আসাম-ইত্যাদি হলে আমি মেনে নিতাম) তাহলে শেখ হাসিনা আপনাদের বিপক্ষে চোখ বন্ধ করে চলে যাবে, এমনকি ভারতকে নানাভাবে সাহায্যও করতে পারে এটা কিভাবে দমানি যায় কারণ উনি এক্কেবারে ভারতের খাস লোক, বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই শুধু মাঝে মাঝে দলের লোকদের টাকা মারার সুযোগ করে দেওয়ার জন্য ভারতের পেছন দিয়া চীনের সাথে হাত মিলায় এই আরকি! 😂
Sojib Shariar
sojibsahriar
503 Points

Popular Questions