ভারতের তুলনায় বাংলাদেশে প্রযুক্তিপণ্যের দাম এতো বেশি কেনো?

1 Answers   14 K

Answered 3 years ago

বাংলা দেশে প্রযুক্তি পণ্যের দাম ভারত থেকে কত বেশী, সেটা আমার জানা নেই । তবে যদি বেশী হয়, তার একটা বড় কারণ নিশ্চয়ই হবে যে সেই সব প্রযুক্তি পণ্য বিদেশ থেকে কিনতে হয়, তাইই দাম বেশী । তবে ভারতেও বেশীর ভাগ প্রযুক্তি পণ্য বিদেশ থেকেই কিনতে হত, এখন ধীরে ধীরে বিদেশী কোম্পানীগুলোকে সুবিধা দিয়ে ভারতে এনে সেগুলো কিছু কিছু করে ভারতেই তৈরি করার ব্যবস্থা করা হয় । ভারতে যেহেতু শ্রমমূল্য সস্তা, তাই উৎপাদন খরচও কম এবং ফলে দেশের বাজারে সেগুলো তুলনামূলক ভাবে কম মূল্যে বিক্রি করেও বিদরেশী কোম্পানী গুলি প্রচুর লাভ করে । বাংলাদেশও যদি বিদেশী কোম্পানীর সাথে চুক্তি করে তাদেরকে তাদের পণ্য বাংলাদেশে উৎপন্ন করার সুবিধা দেয় এবং সেই পন্য যদি রপ্তানীযোগ্য মানের হয়, তাহলে সেগুলি বাংলাদেশ বাজারে কম মূল্যে বিক্রি করেও কোম্পানী তার উৎপাদনের ব্যয়ভার পুষিয়ে নেবে, এবং বাড়তি উৎপাদন গুলি বিদেশে রপ্তানী করে শুধু কোন্পানীই লাভ করবে না, দেশের রাজস্ব যেমন বাড়বে , তেমনি বিদেশী মুদ্রা ভান্ডারও পুষ্ট হবে । এই প্রক্রিয়াতেই বিদেশী কোন্পানিতে বাংলাদেশীরা কাজ করে সেইসব উৎপাদনের পুরো কৌশল রপ্ত করে পরে দেশের পুঁজিপতিরাও সেগুলো উৎপাদন করতে পারবে এবং কমমূল্যে দেশের বাজারে ছাড়তে পারবে ।


Mohon Ali
Mohon Ali
661 Points

Popular Questions