ভারতের চন্দ্রযান ৩ প্রকল্পের সাফল্যে ব্রিটিশ ডাকাতদের এখনকার বংশধররা এতো অখুশী কেন?
0
0
1 Answers
13.6 K
0
Answered
1 year ago
ব্রিটিশ ইলিটরা এখানো নিজেদের ভারতের মানুষের চেয়ে রেসিক্যালি সুপ্রিম মনে করে।
তাদের ধারনা ভারতবর্ষেন মানুষ জংলী ছিল এবং শেতাঙ্গ লর্ড ক্লাইভরা এসে ভারতের মানুষকে সভ্য করে তুলেছে।
এজন্য তারা বিশ্বাস করতে পারছে না ইসরো কিভাবে চাঁদে সাউথ পোলে রকেট পাঠাল ব্রিটিশদের পূর্বে!
এজন্য তারা ভারতের R&D তে খরচের সমালোচনা করছে।তাদের যুক্তি হল ভারতের এত মানুষ গরিব থাকার পরও ভারত কেন রকেট তৈরি করে টাকা নষ্ট করছে।ভারতের বিশাল জনগোষ্ঠী দরিদ্র সেই বিষয়ে কোন সন্দেহ নেই।কিন্তু এর জন্য কে দায়ী?
ব্রিটিশ কলোনাইজেশনের পূর্বে বৈশ্বিক অর্থনীতির ২৩% ছিল ভারতের।কিন্তু যখন ব্রিটিশরা ভারত ছেড়ে যায় তখন সেটা ৪% এর নিচে নেমে এসেছিল।ব্রিটিশরা ১৭৬৫ সাল থেকে ১৯৩৮ সাল পর্যন্ত ১৭৩ বছরে ভারত থেকে প্রায় ৪৫ ট্রিলিয়ন অর্থ লুট করেছে, যা আজ ব্রিটেনের বার্ষিক জিডিপির ১৫ গুণ। [1]এমনকি ব্রটিশদের দ্বিতীয় যুদ্ধের ব্যায়ভার ভারতের মানুষের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে।
১৯৪৩ এ বাংলায় দূর্ভিক্ষের সময় চার্চিলকে সাহায্য পাঠানোর কথা বললর সে উত্তর দিয়েছিল, "The famine was their own fault for breeding like rabbits"।[2]
ব্রিটিশ ইলিটরা আজও বিশ্বাস করে তাদের কুইন ঈশ্বর কতৃক মনোনীত এবং তারা সবচেয়ে উৎকৃষ্ট।[3]
এজন্যই ভারতের চন্দ্রবিজয় শুধু ভারতের বিজয় নয় বরং উপমহাদেশের অশেতাঙ্গদের বিজয়।
stshopon publisher