ভারতের চন্দ্রযান ৩ পরিকল্পনা মতো চন্দ্রপৃষ্ঠে সফলভাবে নামতে পেরেছে। এই ব্যাপারে বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়া কী?

1 Answers   6.2 K

Answered 1 year ago

আমি প্রথমে আশা করেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের জনগণের একটি কমেন্টও খুঁজে পাওয়া যাবে না(যেমন ক্রিকেট ম্যাচে ভারত জিতলে ঘটে থাকে, বিশেষত পাকিস্তানের সাথে) কিংবা অতি টক্সিকরা নানান হাস্যকর নেগেটিভ কমেন্ট ছুঁড়ে গায়ে ঝাল মেটাবে। আমার আশা পুরোপুরি মিথ্যা হয়নি, কারণ নেগেটিভ কমেন্ট বেশ কিছু দেখেছি, তবে আশাতীতভাবে বহু ইতিবাচক মন্তব্যও চোখে পড়েছে। এটা অবশ্যই ভালো দিক। শিক্ষিত, মুক্তমনারাই পারে সমস্ত নেতিবাচক মনমানসিকতাকে গুঁড়িয়ে দিতে। আগামীতে যদি বাংলাদেশ এরকম কোন মিশনের উদ্যোগ নেয়, তাহলে এদিক থেকে শুভেচ্ছা আর অভিনন্দনের মাত্রাটা হবে কয়েকগুণ বেশি। কারণ আমরা ভারতবাসী, আমাদের হৃদয় সবসময়ই অন্যদের চেয়ে একটু বড়।
Shikha Khatun
shikhakhatun
234 Points

Popular Questions