ভারতের কি মাত্র দুই শতাংশ-এর বেশি বাঙালি হিন্দি লেখা লিখতে পারে না?
8
0
1 Answers
11.8 K
0
Answered
2 years ago
এতটা কম না, হয়ত আরেকটু বেশি হবে। অনেক স্কুলে ক্লাস সেভেন এইটে হিন্দী পড়ানো হয়। আমাদের সংস্কৃত ছিল। ফলে দেবনাগরী অক্ষর চিনি এবং লেখাও পড়তে পারি, লিখতেও হয়ত পারব, তবে বানান ভুল হতে পারে অনেক।
deb05485 publisher