ভারতের আইআইটিগুলি দেশের সবচেয়ে খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মানা হয়, তবে সারা বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির ত্রিশটির মধ্যেও এদের নাম থাকেনা কেন?

1 Answers   3 K

Answered 2 years ago

আমি সর্বশেষ র‍্যাঙ্কিং গুলো দেখে যা জানলাম তাতে দেখা যাচ্ছে আইআইটি গুলো সেরা একশোতেই নেই। এর কারণ বলে শেষ করা যাবেনা। তবে আমি প্রধান কয়েকটি কারণ বলছি।

একটা ভার্সিটির র‍্যাঙ্কিং করা হয় অনেকগুলো ফান্ডামেন্টাল বিষয় এর উপর। যেমন:

(১) কোয়ালিটি অফ এডুকেশন

(২) কোয়ালিটি অফ ফ্যাকাল্টি

(৩) রিসার্চ আউটপুট

(৪) হাইলি সাইটেড রিসার্চার এর সংখ্যা

(৫) নোবেল প্রাইজ আর ফিল্ডস মেডেলধারী ফ্যাকাল্টির সংখ্যা

(৬) প্রকাশিত পেপারের সাইটেশনের সংখ্যা

(৭) ইন্টারন্যাশনাল কোলাবরেশন

(৮) ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি


আইআইটি গুলোর ব্যাপারে একটা অদ্ভুত ফ্যাক্ট হলো, আইআইটির এডমিশন পদ্ধতি বিশ্বের এক নম্বর ভার্সিটি এমআইটির থেকেও কঠিন। ভারতের সেরা ১% ছাত্ররাই কিন্তু চান্স পায় আইআইটি তে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, এই মেধাবী ছাত্রগুলোর মধ্যে অসীম পটেনশিয়াল থাকলেও, ভার্সিটিগুলোর ব্যর্থতার জন্য এই পটেনশিয়াল ১০% ও বেরিয়ে আসেনা।

তাছাড়া উপরের যে ৮টি ক্রাইটেরিয়া বলেছি, সেগুলোতে আইআইটি গুলো যুক্তরাষ্ট্রের সেরা ভার্সিটি গুলোর থেকে যোজন যোজন পিছিয়ে।

এছাড়াও আইআইটির ছাত্রছাত্রীদের মূল লক্ষ্য থাকে পাশ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো। তাই তারা আইআইটির থেকে অনেক কিছু নিলেও আইআইটি কে কিছুই দিতে পারেনা। সুতরাং আইআইটি গুলোর মূল ভূমিকা দাঁড়িয়েছ ভারতীয় মেধাবী ছাত্রছাত্রীদেরকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়ার জন্য ব্রীজ হিসেবে কাজ করা।

একটা সত্যি কথা হলো কি ভারত সরকার যদি ভারতীয় ছাত্রছাত্রীদের যোগ্য বেতন আর সুযোগ সুবিধা দিয়ে ভারতে রাখতে পারতো, তাহলে ভারতে দশটা মাইক্রোসফট কোম্পানি থাকতে পারতো।


Sheza Khan
shezakhan
552 Points

Popular Questions