Answered 2 years ago
সম্প্রতি করা 'ঠাকরে' দেখেছেন- যেখানে নওয়াজ উদ্দীন সাহেব অভিনয় করেছেন? কী ভাবছেন, এখন নওয়াজ সাহেবকে গালি দেব?—উহু, কখনোই না। উনার চরিত্র, গল্পের গভীরতা ভাল লেগেছে, উনি করেছেন। দাউদ ইব্রাহিম সাহেবকেও তো কিছু মুভিতে 'ইয়ো ইয়ো' নায়ক-মাচোম্যান বানিয়ে দেওয়া হয়! বলবেন- প্রচার পেলো যে? পেতে দেন, আপনি-আমি মগজে না নিলেই হলো। এনজয় করতে কোন দোষ দেখি না তো- ধুলোবালি আসুক, তবু জানালা খোলা থাকুক।
ঐতিহাসিক উপন্যাস-চলচ্চিত্রের ব্যাপারটা বুঝেন তো? — এখানে ইতিহাস একটা অলঙ্কার মাত্র, সত্যি কিছু না। এখন বলবেন— আচ্ছা, ইতিহাস কি সবসময় প্রকৃত সত্যটা বলে? আমি বলি—বলে না তো। তো, এই মুভি/চলচ্চিত্র নিয়ে এধরনের তর্ক করার, মন বিষিয়ে তোলার কিছু নাই কোরার মত এইরকম প্লাটফর্মে।
একটু আগে একটা উত্তরে লিখেছিলাম, একটি ক্ষেত্রবিশেষে মানুষ দুই প্রকার আমার কাছে —এক, 'ফুটবল', দুই 'ফুটবলার'। আন্তর্জাতিক রাজনীতি, কূটনৈতিক চালে আপনি যদি দর কষাকষি করতে পারেন, তেমন ভারী যোগ্যতা থাকে, ম্যাটেরিয়াল থাকে, অর্থনৈতিক কাঠামো ভালো হয়- তো, আপনি 'ভাল'- সে আপনি যা-ই হোন না কেনো! পয়েন্ট বুইজালাইসেন কী?
এবার আপনার (মানে, মুসলমানদের) সপক্ষে কিছু যুক্তি দেই-
১. ২য় বিশ্বযুদ্ধে কতজন লোক মারা গিয়েছে? সেই যুদ্ধে মুসলমানরা কি জাতিগতভাবে যুক্ত ছিলো? এমন কিছু যুদ্ধের দলিল দস্তাবেজ খুঁজে দেখতে পারেন৷
২. আজকের বড় বড় যুদ্ধগুলোর পিছনে কারা?
৩. কি জানি নাম- আইএস, তালেবান —উফ বিকট সব ব্যাপার স্যাপার! আচ্ছা, আইএসের মূল ঘাঁটি থেকে ইজ্রায়েল কদ্দুর ছিলো? যারা জানের ভয় করে না, তাদের আবার মোসাদ ভয় কিসের? এতোদূরে দূরে হুমকি ধামকি দিয়ে বেড়াইলো, অথচ চক্ষু মেলিয়া পাশের বাড়ির গোদের বিষ্ফোড়ারে 'নারায়ের তাকবির' চিক্কুর মারিয়া কিসসু কহিলো না কেন, করিলো না কেন? লাদেন আর আম্রিকার (থুক্কু, সিয়াইএ) কি জানি এক তথ্য লিক হইসিলো?
৪. পাকিস্তান বাবাজী (থুক্কু, আইএসয়াই) কি করে খায়? তাদের নাচায় কিডা? কি কারণে নাচায়? আর তারাই বা নাচে ক্যান?
এমন হাজারখানেক বোধের জায়গা, যুক্তি দিয়াও আপনি ধোপে টিকতে পারবেন না। ধর্মের চুলকানি (পক্ষে ও বিপক্ষে চিক্কুর করিয়া) বহুযুগ ধরেই বিজ্ঞ লোকের হাতিয়ার হিসেবে কাজ করে আসতেসে। আজকের যুগ অস্ত্রব্যবসায়ীর যুগ, বুজচুইন?
মুসলিমরা জ্ঞানে, বিজ্ঞানে যতদিন পিছিয়ে থাকবে, ততোদিন অন্যের হাতের খেলনা হয়ে থাকবে। ঠিক আছে?
ঐ যে উপরে প্রশ্নগুলোর দিকে ইঙ্গিত করলাম, ওগুলোর মত কিছু নেটে ঘাঁটুন, রেফারেন্স চেক করুন —মুসলমানদের পক্ষে যুক্তি পাবেন। অস্ত্রব্যবসায়ীদের সিন্ডিকেট ট্র্যাক করবেন, কর্মকাণ্ড বুঝার চেষ্টা করবেন। ফতোয়া থেকে দূরে থাকবেন। ইসলাম জ্ঞানের চর্চা করতে বলে, অজ্ঞতায় ঢেকে যেতে বলে না। তাই বোধহয় পবিত্র কোরআন মাজীদের ১ম কথাই ছিলো —"পড়", ভুল কোটেশন দিলে শুধরে দেবেন প্লিজ।
ক্রুসেডের যুদ্ধে মুসলমানদের যোগ্যতা হিসেবে চোখে পড়ার মত কি কি পয়েন্ট ছিলো জানেন—যদ্দুর মনে পড়ে—বিশ্বাসঘাতকতা, নারীলিপ্সু, লোভী; মানে বেশিরভাগ জেনারেল বা ক্ষমতাবান, প্রভাবশালী লোকেরা প্রকৃত 'মুসলমান'ই ছিলো না! ৭১'এর পাকি কুত্তা আর রাজাকার-আলবদরের মত জারজ মুসলিম হওয়ার চেয়ে 'ইসলাম ধর্ম' থেকে বাদ হয়ে যাওয়াই ভালো।
ভারত এতো পরিমাণ সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছে প্রমাণিত লেবাসধারী মুসলিমদের জন্য, এটা তারা করতেই পারে। তাদের দেশ, তাদের ইন্ড্রাস্ট্রি- সো, তাদের মর্জি। লাউড & ক্লিয়ার। ভারতের হিন্দি/সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ড্রাস্ট্রি কত সুন্দর সুন্দর ফিল্ম রিলিজ করে, ওগুলো নিয়ে আলোচনা করুন না। টাইপকাস্টিং, ধর্মান্ধতা, বোধমূলক, ইন্সপাইরিং কতো সুন্দর মুভি করছে। এতো বড় দেশ, কতো ধরনের সংস্কৃতি পেরিয়ে তারা কন্ট্রভার্সিয়াল জিনিসগুলোর প্রতিবাদ করছে, তারাই করছে। তারিফ করুন ইন্ডিয়ান কালচারাল অ্যাক্টিভিস্টদের। কয়দিন আগে 'মেরাজ ফকিরের মা' নাটকের কয়েকটি সংলাপ কেটে মঞ্চায়ন করতে বাধ্য করা হয়েছিলো রংপুরের এক থিয়েটারকে- পরবর্তীতে কী যে জোর গলার প্রতিবাদ হয়েছিল পশ্চিমবঙ্গসহ সারা ভারতবর্ষের বিদগ্ধজনদের কাছ থেকে—এগুলোও প্রচার করুন, ভাবুন। লুক অ্যাট দ্য ব্রাইট সাইড।
ভালোমানুষ-প্রকৃত মুসলিম হউন, জ্ঞানী হউন, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হউন। ইনশাল্লাহ, কেউ রুখতে পারবে না- উদাহরণ —ইজরায়েল, ভারত, ইরান (বিভিন্ন পারসপেক্টিভ থেকে বলছি)।
এইসব চুলকানি প্রশ্ন যতোদিন মনে, মাথায় ঘুরপাক খাবে- বুঝে নেবেন মুসলিমরা পিছিয়েই আছে।
মন খারাপ করার কিসসু নাই, এইখানে আপনাকে উদ্দেশ্য করে বলা মানে 'আপনাকেই বলছি', ব্যাপারটা সেরকম নয়- রূপকার্থে বলেছি।
ভালো থাকুন।।
popykhatun publisher