Answered 3 years ago
তার আগে আমাদের জানতে হবে মেক আপ করার প্রয়োজন কেন হবে?
গাড়ি দেরী তে চললে…
আর গাড়ি দেরী তে চলার অনেক কারণের মধ্যে অন্যতম কারণ হলো অত্যাধিক ট্রাফিক।আর অত্যাধিক ট্রাফিক সাধারণত দিনের বেলায় হয়। সারাদিন ধরে অনেক লোকাল ট্রেন, প্যাসেঞ্জার, ইন্টার সিটি, মালগাড়ি, ট্যাঙ্কার চলাচল করে। এতে স্বাভাবিক ভাবেই ট্রেন কিছুটা দেরিতে চলে।
দিনের বেলায় বেশির ভাগ লাইন মেইনটেন্যান্স এর কাজ করা হয় । এছাড়া কুয়াশা তে লেট হওয়া স্বাভাবিক।
যদিও সকল ট্রেন এর একটা নির্দিষ্ট সময় নির্দেশিত থাকে, কিন্তু মাল গাড়ির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট টাইমিং থাকে না। বিশেষত এগুলি রুট ক্রিয়েট করে চালনা করা হয়।এর ফলে অনেক সময় প্যাসেঞ্জার ট্রেন গুলির সাথে টাইমিং ওভারল্যাপ করে। অনেক সময় ডেমারেজ চার্জ , লেট চার্জ এর মত বিষয় গুলিকে এড়ানোর জন্য কোম্পানী এবং রেল কর্তৃপক্ষ এর ওপর অনেক প্রেসার থাকে, তখন বাধ্য হয়েই মালগাড়ির গুরুত্ব বাড়ানো হয়।
একটা দূরপাল্লা ট্রেন কে যথেষ্ট সময় দেওয়া হয় তার গন্তব্য স্থলে পৌঁছানোর জন্যে, জার মধ্যে কিছু অতিরিক্ত সময় ধরে নেওয়া থাকে। কারণ কর্তৃপক্ষ জানে দূরপাল্লা ট্রেন কিছু না কিছু সমস্যা রাস্তায় হতেই পারে। এছাড়া রেল কর্তৃপক্ষ সব সময় দূরপাল্লা ট্রেন গুলির সময় সূচী হয় ভোরের দিকে নাহলে রাতের দিকে রাখে, যাতে ট্রাফিক সমস্যায় না পড়তে hoy।
তাছাড়া বিভিন্ন রুটের গতিবেগ বেঁধে দেওয়া থাকে, লোকো পাইলট সিগন্যাল মেনে গাড়ি চালায় তাই চাইলেও গতিবেগ ইচ্ছা অনুযায়ী বাড়াতে পারবে না। কিছু ট্রেন বাদে বেশিরভাগ ট্রেন এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১০০কিমি বেঁধে দেওয়া থাকে।
fullkhatun publisher