ভারতীয় বাঙালিদের কাছে জানতে চাই যে, তারা একসাথে দুটি ভাষা (বাংলা ও হিন্দী) কীভাবে মাতৃভাষার মতো করে শেখে?

1 Answers   8 K

Answered 2 years ago

প্রশ্নকর্তা ভুল ধারণার বশবর্তী হয়ে প্রশ্নটা করেছেন | ভারতীয় বাঙালিদের অধিকাংশরাই হিন্দি মোটেও মাতৃভাষার মত করে শেখে না | তারা হিন্দিটা কাজ চালানোর মত শেখে, মূলতঃ বলিউড আর অবাঙালি বন্ধু-বান্ধবদের সংসর্গে এসে | যাদের স্কুলে থাকতে হিন্দি বিষয় থাকে, তাঁরা আরেকটু ভালো শেখে, বলার সাথে-সাথে পড়তে এবং লিখতে শেখে | কিন্তু স্কুলের গন্ডি পেরোনোর পর যদি আর বলার সুযোগ না তৈরী হয়, তবে অনভ্যাসে বিদ্যানাশ হতে থাকে |

এই নিয়মের ব্যতিক্রম একমাত্র তাঁরা যারা হিন্দি বেল্টেই হিন্দিভাষীদের মাঝে বড় হয়েছে কিংবা অনেকখানি সময় কাটিয়েছে | এরা বাদে বাঙালিদের মধ্যে হিন্দিতে বাকপটু আপনার চোখে পড়বে না |

তবে আজকাল বোধহয় অনেক বাঙালি নিজের মাতৃভাষার থেকেও যেটা ভালো শেখে তা হলো ইংরেজি | দুটো বাঙালি নিজেদের মধ্যে ইংরেজিতে বাক্যালাপ করে যেরকম তৃপ্ত বোধ করে তেমনটা বাংলায় আর করে কিনা সন্দেহ আছে |


Ripon Mollah
riponmollah
502 Points

Popular Questions