Answered 2 years ago
বাংলাদেশিদের ব্যাপারে খারাপ ধারনা রাখা ব্যাপারটা ভারতীয়দের মধ্যে আছে। এটা ঠিক সব বাংলাদেশি ভালো না। এইসব বাংলাদেশিদের সাথে বাংলাদেশিরাই লড়াই করছে সেই ১৯৭১ সাল থেকে কিন্তু ভারতীয়রা ভাবে বাংলাদেশিরা জঙ্গী, বাংলাদেশিরা পাকিস্তানপ্রেমী, বাংলাদেশিরা হিন্দু বিদ্বেষী, বাংলাদেশিরা গরুচোর, বাংলাদেশিদের কাজ হচ্ছে শুধু অবৈধভাবে ভারতে পাড়ি দেয়া। এইসব নেগেটিভ ধারনা থেকে ভারতীয়দের বের হয়ে আসতে হবে।
দুই ধরনের বাংলাদেশি আছে। এক ধরনের বাংলাদেশি যারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও আরেক ধরনের বাংলাদেশি রাজাকারদের বংশধর। যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তারা বেশিরভাগই ভালো বাংলাদেশি। ধর্মের দিক থেকেও উদার। এরা ইসলামকে ভালোবাসে কিন্তু উগ্র সাম্প্রদায়িক না। রাজাকার টাইপ বাংলাদেশিরা খারাপ। এরা বেশিরভাগই উগ্র সাম্প্রদায়িক ও প্রচন্ড ভারত বিদ্বেষী। কিছু ভদ্র রাজাকার টাইপ বাংলাদেশিও আছে এরা আসলে ভালো লোক কিন্তু ভারত বিরোধী। তবে উগ্র সাম্প্রদায়িক না।
সাধারন বাংলাদেশিরা খুব সাধারন। এরা উগ্র না। নিজের জীবন জীবিকা নিয়ে এরা ব্যস্ত। কাশ্মীরে কি হলো, মোদি কি করলো এতে এদের মাথা ব্যাথা নেই।
rakibafsar09 publisher