ভারতবর্ষ, ভারত, ইন্ডিয়া এই তিনটি শব্দের ব্যাখ্যা ও প্রয়োগক্ষেত্র কী?

1 Answers   2.5 K

Answered 2 years ago

ভারতীয় উপমহাদেশকে বলা হয় ভারতবর্ষ। অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান। কারো কারো মতে শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভূটানও এর অন্তর্ভুক্ত।

ভারতীয় উপমহাদেশের একটি দেশ ভারত, যা ভরত থেকে এসেছে।

ইংরেজিতে ইন্ডিয়া (India) কথাটি সিন্ধু নদের আদি ফার্সি নাম হিন্দু থেকে। প্রাচীন গ্রিকরা ভারতীয়দের বলত ইন্দোই (Ινδοί), বা 'ইন্দাস' (সিন্ধু) নদী অববাহিকার অধিবাসী। 'ইন্দাস' নাম থেকেই 'ইন্ডিয়া' নামটির উতপত্তি।

Test User
asdre
176 Points

Popular Questions