ভারতবর্ষে সবথেকে লম্বা পাথরের তৈরি জৈন স্ট্যাচু কোনটি ?

1 Answers   2.5 K

Answered 2 years ago

এই মুহূর্তে মহারাষ্ট্রের নাসিক সংলগ্ন জৈনদের পবিত্র পাহাড় মাঙ্গি-টুঙ্গির 'স্ট্যাচু অফ অহিংসা' বা 'অহিংসার মূর্তি'টি বিশ্বের উচ্চতম জৈন মূর্তি। ১০৮ ফুট (৩২.৯ মিটার) উঁচু এই মূর্তি প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভনাথের। 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড'-এও এর নাম আছে। তবে পাদভূমি ধরে এর উচ্চতা ১২১ ফুট বা ৩৬.৮ মিটার।

Bipol Raj
bipolraj
161 Points

Popular Questions