Answered 2 years ago
যেহেতু ভারতবর্ষে আমার কখনো যাওয়ার সুযোগ হয়নি, তাই কোন শহরের মানুষ কেমন, পরিবেশ কেমন, সৌন্দর্য কেমন তা নিয়ে অভিজ্ঞতাও নেই।
তবে ইন্টারনেট বাবাজির দয়ায় ভারতের যত দৃশ্য দেখেছি তাতে আমি দার্জিলিং বসবাস করতে চাইবো।
এক. অত্যন্ত সুন্দর একটি শহর। প্রকৃতি দেখেই বোধহয় আমার পেট ভরে যাবে।
দুই. সেখানে আমি বাঙালি মানুষ পাব। যাদের সাথে দুই দন্ড বসে মনের কথা বাংলায় বলতে পারব।
তিন. আমি পাহাড় খুব কাছ থেকে দেখতে চাই।
আর যেহেতু আমি এখনো ওখানে যাই নি, বেশি কিছু জানিনা শহর সম্পর্কে।
ধন্যবাদ প্রশ্নের জন্য।
riyazulislam publisher