Answered 2 years ago
লিথিয়াম রিজার্ভের খোঁজ মিলেছে জম্মু ও কাশ্মীরে। এক সরকারি কর্তাকে উদ্ধৃত করে সেই রিজার্ভ নিয়ে বিকিউ প্রাইমের এক রিপোর্টে দাবি করা হয়েছে, এই রিজার্ভে থাকা লিথিয়াম নাকি শ্রেষ্ঠ মানের। এর ফলে জম্মু ও কাশ্মীরের সেই অঞ্চলের ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে বলে আশা করছেন অনেকেই।
এর আগে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিবৃতিতে জানানো হয়েছে, মোট ৫.৯ মিলিয়ন টন লিথিয়ামের উৎস ওই খনি। জম্মু ও কাশ্মীরের উত্তরে রেয়াসি জেলায় এই খনির সন্ধান পাওয়া গিয়েছে। দেশের বিদ্যুৎচালিত গাড়ির সংখ্যা বাড়াতে মৌলিক খনিজ পদার্থগুলির চাহিদা বাড়ছিল। নয়া খোঁজে সেই চাহিদার অনেকটা মিটতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
এই প্রথম জম্মু কাশ্মীরে ৫.৯ মিলিয়ন টন লিথিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, এত দিন লিথিয়ামের জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হত ভারতকে।
হিসাব অনুযায়ী, বিশ্ব মানচিত্রে মোট ৯৮ মিলিয়ন টন লিথিয়ামের ভাণ্ডার রয়েছে। সেই নিরিখে ভারতে প্রাপ্ত লিথিয়ামের পরিমাণ পাঁচ শতাংশের কিছু বেশি। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে লিথিয়াম রয়েছে বলিভিয়ায়। তালিকায় এরপরই রয়েছে আর্জেন্টিনা। সবচেয়ে বেশি লিথিয়ামের ভান্ডারের তালিকায় ৩ নম্বরে রয়েছে আমেরিকা। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে চিন। আর এরপরই সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে ভারত।
ভারতে যে পরিমাণে লিথিয়াম পাওয়া গিয়েছে, তার টাকার অঙ্কও বিশাল। হিসাব অনুযায়ী, ১ টন লিথিয়ামের বর্তমান বাজারমূল্য ৫৭.৩৬ লক্ষ টাকা। সেই অনুযায়ী, ভারতের ৫৯ লক্ষ টন লিথিয়ামের বাজারদর হবে ৩ লক্ষ ৩৮ হাজার ৪০ কোটি টাকা। যদিও বিশ্ববাজারের দরের ওপর নির্ভর করে এই দাম ওঠা নামা করবে।
সরকারি সূত্রে খবর, শীঘ্রই খনন এবং পরিশোধনের জন্য নিলাম ডাকা হবে। এর ফলে প্রযুক্তি খাতে ভারত 'আত্মনির্ভর' হতে পারবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত জি৩ পরীক্ষা চালানো হয়েছে এই লিখিয়াম ভাণ্ডার নিয়ে। এরপর জি২ এবং জি১ পরীক্ষাও চালানো হবে। জিওলজিকাল সার্ভের সঙ্গে সমন্বয় বজায় রেখেই এই পরীক্ষা চলবে। পরীক্ষা সম্পন্ন হলেই খননের প্রক্রিয়া শুরু করার তোড়জোড় শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসুত্রঃ হিন্দুস্তান টাইমস
ahmedhelin publisher