Answered 3 years ago
ভারত একটি গণরাজ্য। এটি যুক্তরাষ্ট্র নয় তাই তাকে যুক্তরাষ্ট্র বলা যায় না। সাধারণত আমরা খুব সহজ ভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলি। তার নামেই এটা পরিষ্কার যে এটি একটি যুক্ত রাষ্ট্র। সেখানে এটি একটি ফেডারেল ব্যবস্থা, একটি সঙ্ঘবদ্ধ গোষ্ঠি। মানে অনেকগুলি রাজ্য নিজের অধিকার বজায় রেখে একত্র হয়েছেন, কিছু এমন লাভের জন্য যা সবাইকে লাভান্বিত করবে, অথবা এমন কিছু লাভ ক্ষতি যা যৌথ। কিন্তু সেখানে প্রত্যেকটি রাজ্যের নিজস্ব অধীকার আছে, নিজস্ব কিছু নিয়ম নীতি মালা আছে, যা তাদের দরকার অনুযায়ী প্রযোজ্য।যুক্ত রাষ্ট্র্ হলো federation of states, যেখানে প্রদেশের ক্ষমতা আছে, ফেডারেশনের ভাগ হওয়ার অথবা না হওয়ার। একটি পৃথক রাজ্য এসে চুক্তি করে ভাগ হয়েছে ফেডারেশনে। অধিকার বা ক্ষমতার দৃষ্টিতে তার পৃথক অস্তিত্ব অক্ষুন্ন থাকছে।
এর বিপরীত ভারত হলো ইউনিয়ান অফ স্টেটস। যেমনটা ভারতের সংবিধান তাকে ব্যাখ্যায়িত করে। তার সহজ অর্থ ভারত প্রথমে একটি রাষ্ট্র। তারপর তাকে বিভক্ত রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে, প্রশাসনিক সুবিধার জন্য এবং প্রাদেশিক আচার ব্যবহার ও সংস্কৃতিকে সুরক্ষিত, সংরক্ষিত রাখার জন্য।প্রশাসনিক ভাবে ভারত কিছু অর্থে আংশিক একটি ফেডারেশন। কিন্তু ভারত হলো “holding together federation” যারা এক কিন্তু তাদের পৃথক পরিচয় আছে আর আমেরিকা হলো “coming together federation”, যারা পৃথক কিন্তু একত্রিত হয়েছে (নিজের ছেলের দুই বছর আগের পাঠ্য বইতে এটি সহজ ভাবে বোঝানো হয়েছে)।
এখানে রাজ্যের নির্দিষ্ট বিষয়ে, কিছু নির্দিষ্ট অধিকার আছে, কিন্তু সংযুক্ত সরকারের (Union Govt) অধিকার সব থেকে বেশী গুরুত্বপূর্ণ। তাই তার নাম হয়ে গেছে কেন্দ্র সরকার। অধিকারের দৃষ্টি থেকে তার অধিকার ক্ষেত্র অনেক বেশী বিস্তৃত।
ভারতের সংবিধান অনুযায়ী কোনো নতুন রাজ্যকে ভারতে যোগ করা যেতে পারে, সেই সময়ের আন্তর্জাতিক নিয়মাবলী ও নীতিমালা অনুসরন করে, কিন্তু কোনো প্রদেশ নিজেকে বিচ্ছিন্ন করতে পারে না, সেই অধিকার তার নেই।
যদিও ঐতিহাসিক ভাবে এক আধ ঘটনায় ভারত কিছু অংশ বিচ্ছিন্ন করেছে(রাজ্যকে করেনি, কোনো ভাগকে করেছে), যেমন ১৯৬০ এ বেরুবাড়ি দেওয়া হয়েছিলো ইস্ট পাকিস্তানকে এরপরেও কিছু কিছু ছোট অংশ/এলাকা বাংলাদেশকে দেওয়া হয়ছে এবং কিছু অংশ নেওয়া হয়েছে, ২০১৫ তে সংবিধানে ১০০ তম সংশোধন করে।
তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সংযুক্ত সরকার চাইলেও সংসদে, নিজে কোনো প্রদেশকে এমনকি কোনো অংশকে-ও বিচ্ছিন্ন করতে পারছে না কারণ তার প্রাবধান নেই। তাকে শুধু নির্দিষ্ট সংশোধন আনতে হবে এবং ভারতের উচ্চতম আদালত তাতে নিজের হস্তক্ষেপ আনতে পারেন, সংশোধনের আইনত বৈধতা জাচাই করার উদ্দেশ্যে। তাই এখানে প্রদেশের তো সেই অধিকার-ই নেই। এখানে নতুন রাজ্য ভারতে যুক্ত হলে তা কোনো চুক্তি নয়। তার বিলয় হয়ে যাচ্ছে রাষ্ট্রর মধ্যে।তারপর, ভারতের একটি প্রদেশ হওয়া তার পরিচয়।
এখানে আপনি যেই প্রদেশেই থাকুন আপনি ভারতের নাগরিক।রাজ্যের কোনো পৃথক নাগরিকত্ব নেই। যুক্ত রাষ্ট্রে আপনি প্রথমে একটি রাজ্যের নাগরিক ও তার সঙ্গে আপনি দেশের নাগরিক। তাই ভারতের এই ব্যবস্থাকে আপনি যুক্তরাষ্ট্র বলতে পারেন না।
thenh publisher