ভাই বোনের সম্পর্ক বিয়ের পরে কেন নষ্ট হয় ?

1 Answers   5.4 K

Answered 2 years ago

ভাই বোনদের মধ্যে সম্পর্ক খারাপ হবার একমাত্র কারন-নারী। একটু খারাপ লাগবে শুনতে কিন্ত সত্যটা আমরা সবাই জানি।

নারীদের মধ্যে সহজ সরল পাওয়া কিছুটা কঠিন ওরা সাজ্ঞাতিক বুদ্ধিমতি কিন্ত বুদ্ধির সঠিক প্রয়োগ করেনা বললেই চলে।

** নিজেদের মধ্যে সমস্যা সমাধানে সুন্দর একটা উপায় আমাদের পরিবারে আছে।

তা হচ্ছে- আমি একবার নিজেদের একটা সমস্যা নিয়ে কথা বলে জানতে পারি যে পরিবারের ২/৩ জন নারী সদস্য আমাদের কাছে সত্যের সাথে বানিয়ে বানিয়ে কিছু মিথ্যা চালিয়ে দিয়েছে এবং এই জন্য একটা সমস্যার সৃস্টি হয়ে আছে।

আমি প্রবাসে ছিলাম তাই বেপারটা খুব ভাল ভাবে না জেনেই ছিলাম। কিন্ত সমস্যাটা প্রায় ৭/৮ মাস স্হায়ী ছিল এবং একে অপরকে কিছুটা এড়িয়ে চলত।

দেশে গিয়ে ২/৩ দিন পরেই নিজেরা বসি এবং আমার একটা শর্ত ছিল যে এই বেপারটা মিমাংসা করব কিন্ত পরিবারের কোন নারী সদস্যের কাছে কোন কিছু জিজ্ঞাসা না করেই,ওদের কাউকে সাক্ষি হিসেবে রাখা হবেনা।

আমরা সাত ভাইয়ের মধ্যে আমি সবার বড় এবং আমাদের সমস্যাটা মিটাতে গিয়ে দেখি ২/৩ জন নারী সদস্য আমাদের প্রায় বেয়াকুফ বানিয়ে রেখেছে এই ৭/৮ মাস।

আমরা অনেক খুঁজ নিয়েও ভাইদের মধ্যে কোন সমস্যা পাইনি।

তারপর থেকে একটা নিয়ম করে দিয়েছি যে আমাদের মধ্যে কেউ পরিবারে কোন ঝামেলা পাকাবে না নারীদের কথা শুনে।

ওদের মধ্যেকার যত ঝামেলা হোক আমরা পুরুষরা তাদের সমস্যায় নাক গলাব না। ওদের ঝামেলা ওরা নিজেরা শেষ করবে এবং আমাদেরটা আমরা সব ভাই মিলে শেষ করব।

বিশ্বাস করুন তারপর থেকে একেবারে কেল্লা ফতে।

ওদের মধ্যে যত কিছুই হোক আমরা না জেনেই থাকি আমাদের বেপারে আমরা ওদের কোন ঝামেলা টানিনা।

এরপর থেকে পরিবারে আমাদের চেয়ে ওরাই বেশি ভাল এবং সুখে আছে।

আমার বোনদের সাথে আমাদের সম্পর্ক সেই বাল্য কালে যেমন ছিল তা মোটেও কমেনি এবং আমরা একে অপরের প্রতি দায়িত্বশীল। আমাদের জীবনে ওদের গুরুত্বও অনেক বেশি।

আমাদের সকল ভাইয়ের স্ত্রীদের সাথে তাদের সম্পর্ক চমৎকার। এবং আমাদের সন্তানদের ও একে অপরের সাথে সম্পর্ক খুব ভাল।
আমার পরিবারের ছোট্র একটা বেপার শেয়ার করলাম,কোন নারী বা মেয়ে বন্ধুর খারাপ লাগলে ক্ষমা করবেন।
সবাই খুব ভাল থাকবেন দোয়া করি

Azhar Ali
Azhar Ali
568 Points

Popular Questions