Answered 2 years ago
ভাইজান আপনার প্রশ্ন টা কিন্তু হাস্যকর হিসেবে আমি নিলাম। আপনার আমাদের নবী (স:) জীবনী পড়া উচিত তাহলে বুঝতে পারবেন সব।
এইবার আসি আপনার প্রশ্নে, দেখেন ভাই ভালোবাসা থাকলে বয়স কোন ম্যাটার না। ৬ মাস ১/২ বছর। ব্যাপার হলো আপনার পরিবাে বার মেয়েটার পরিবার কেমন করে নেয় বিষয় টা।
আমি মনে করি একজন সম বয়সি মেয়ে আপনাকে যেমন করে বুঝবে সে রকম ৭/৮ বছরের ছোট মেয়ে কে বউ হিসেবে করে আনলে হয়তো মেয়েকে পাবেন কিন্তু সংসার জীবনে শান্তি পাবে না বেশি। কারণ মেয়েরা এমনেতে একটু একটু বেশি বুঝে সবদিকে, সেটা যদি আবার বউ হয় তাহলে তো কোন কথা নেয়।
আমি আপনাকে ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে, আপনি অনায়াসে বিয়ে করে নেন, আপনাকে বুঝার জন্য এর চেয়ে ভালো আর পাবেন না।
সর্বোপরী সফল হোক আপনাদের ভবিষ্যৎ।
Moushumi Hamid publisher