ভর্তি পরীক্ষা না দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় কি?

1 Answers   5.5 K

Answered 2 years ago

উত্তর হ্যা আবার না ও, পাবলিক বিশ্ববিদ্যালয়ে এর অনেকগুলোতে কোনো পোষ্য কোটাও নেই, ইভেন আমি বর্তমানে যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আছি সেখানকার সাবেক ভিসির ছেলে ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার কারণে ভর্তি হতে পারে নি।তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে বিদেশী/ইন্টারন্যাশনাল কোনো পদক/ ন্যাশনাল লেভেলের পদকপ্রাপ্তদের সরাসরি ভর্তির সুযোগ দিয়ে থাকে, এছাড়া এ সুযোগ নেই। তবে লজিক্যালি হ্যা কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গুলোতে (৭০% বা তার বেশি বিশ্ববিদ্যালয়ে) তে ভর্তি পরীক্ষা না দিয়েই ভর্তি হওয়া যায়, অন্তত আমার কতক স্টুডেন্ট, জুনিয়রদের তোহ তাই দেখলাম!


Asban Khan
asbankhan
357 Points

Popular Questions