ভরবেগ থেকে বেগকে বাদ দিলে ভর পাওয়া যায়। তাহলে আলোর ভরবেগ থেকে বেগকে বাদ দিলে এর ভর পাওয়া যাবে না কেন?

1 Answers   10.2 K

Answered 2 years ago

কারণ আমরা সাধারণত যে ভরবেগের সূত্র জেনে এসেছি , p = mv. তা দিয়ে আলোর ভরবেগ মাপা হয় না । আলোর ভরবেগ মাপার জন্য আপেক্ষিক বলবিদ্যার সূত্র প্রয়োজন । আর সে সূত্র অনুযায়ী

E^2=(pc)^2+(moc^2)^2

এখানে যদি mo অর্থাৎ ভর শূন্য হয় তবে

E^2=(pc)^2 বা, ভরবেগ, p = E / c পাওয়া যায় ।

সুতরাং দেখাই যাচ্ছে যে ভরবেগ তৈরিতে ভর থাকটাই গুরুত্বপূর্ণ নয় বরং শক্তির উপস্থিতি থাকলেই যথেষ্ট


Sakib Ahmed
ahmedsakib
245 Points

Popular Questions