ভয়েস পরিবর্তন করা যায় এরকম কয়েকটি বাটন মোবাইলের নাম এবং মডেল বলতে পারবেন কি কেউ?

1 Answers   10.2 K

Answered 2 years ago

বর্তমানে প্রায় সকল কম দামি ফোন গুলোতে ভয়েস পরিবর্তনের সুবিধা রয়েছে।


আমার মতে কম দামী ভালো ফোনের মাধ্যমে রয়েছে(Samphony, itel)


বাজারে অনেক ফোনের মধ্যে আমি বর্তমানে এই ফোনটি ব্যাবহার করতেছি।


এই ফোনের সুবিধাসমূহ: (মডেল নাম্বার: it5618)


ভয়েস চেঞ্জ

অটো কল/ ম্যাসেজ পড়া।

ফেসবুক আর অপেরার জন্য আলাদা অ্যাপ।

ইন্টারনেট ব্রাউজার

JAVA সাপোর্ট করে।

সুপার বেটারী মুড

সল্প মূল্যে পাওয়া যাচ্ছে।(১১০০-১৩০০)।

১০০দিনের রিপ্লেসমেন্ট গ্রন্টি।

বড় বেটারী (২৫০০mah)।

সাথে বড় LED টচ লাইট।

৩টা সিম লাগানো যায়।

এফএম রেডিও

ভিডিও দেখা ও ভিডিও করা।

ইত্যাদি


Md. Nahid Hasan
mdhasan
276 Points

Popular Questions