ভবিষ্যতে আইটি সম্পর্কিত কোন ব্যবসা ভালো করবে?

1 Answers   6.8 K

Answered 2 years ago

ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটির জন্য, আইটি সম্পর্কিত ব্যবসা গুলোতে প্রতিদিন নানান ধরনের ইনোভেশন হচ্ছে এমনকি গুগল এবং ফেসবুকের মত কোম্পানিগুলো প্রতিদিন ইনোভেশন তৈরি করে চলছে।

যেমন একসময় ইমেইল অনেক জনপ্রিয় ছিল তারপর আসলো সোশ্যাল মিডিয়া এখন মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে।

ভবিষ্যতে আইটি সম্পর্কিত ঐ সমস্ত ব্যবসা অনেক ভাল করবে যে সমস্ত ব্যবসা তাদের কনজ্যুমার এর গুরুত্বপূর্ণ সমস্যা গুলোর দিকে নিয়মিত মনোযোগ দিয়ে প্রোডাক্ট এর প্রতি পুরোপুরি ফোকাস করবে।

শুধুমাত্র ফোকাস করলে চলবে না এবং নিয়মিত ইমপ্রুভমেন্ট সাইকেল তৈরি করতে হবে যা তাদের কাস্টমার খুব বেশি পছন্দ করে সেগুলোর উপরে।

কিছু আইটি সংক্রান্ত ব্যবসার নিয়মিত ভাবে ভালো করে যাবে যেগুলোতে ঠিকঠাক ম্যানেজমেন্ট এবং প্রডাক্ট ইনোভেশন করতে পারলে সারাজীবন ভালো ব্যবসা করে যেতে পারবে যেমন:

আইটি কনসাল্টিং বিজনেস

ক্লাউড কম্পিউটিং বিজনেস

ইন্টার্নেট অফ থিংস

ডাটা সায়েন্স এবং ডাটা এনালাইটিক্স

ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং ই কমার্স

মোবাইল ওয়ালেট পেমেন্ট সলিউশন

বায়োমেট্রিক সেন্সর কোম্পানি

হেলথ রেকর্ড ডিজিটালাইজেশনের

P2P ল্যান্ডিং বিজনেস

ম্যাশিন লার্নিং

এবং থ্রিডি প্রিন্টিং

বাস্তবসম্মত কনটেন্ট এবং শিক্ষনীয় কনটেন্ট নিয়মিত এই প্লাটফর্মে পাবলিশ করে যাব আর বিশেষ করে বিজনেস রিলেটেড কনটেন্টগুলো নিয়মিত আমি এই প্লাটফর্মে পাবলিশ করে যাব।

আমার কনটেন্ট গুলো ভাল লাগলে আপনারা শেয়ার করবেন এবং একটি আপভোট দিয়ে আমাকে উৎসাহিত করুন যাতে আমি পরবর্তীতে আরো ভালো কনটেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।

পোষ্টের নিচে মন্তব্যর সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের আমি অবশ্যই আশা করি পোস্টগুলোর বিষয়বস্তু গুলো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই সেখানে মন্তব্য করুন অথবা আমাকে মেনশন করুন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের এই বিষয় সর্ম্পকে অনেক আগ্রহ আছে।

এবং আমি সিরিজ আকারে বিভিন্ন ধরনের পোস্ট বিষয়বস্তুর উপরে পার্ট বাই পার্ট তৈরি করব।

Mr. Devs
mrdevs
246 Points

Popular Questions