বয়স বাড়ার বা বড় হওয়ার সাথে সাথে আপনি কী দেখলেন এবং কী শিখলেন?

1 Answers   13 K

Answered 2 years ago

১/ দেখলামঃ আর্থিক আর সামাজিকভাবে বলার মতো কোন পরিচয় না থাকলে সমাজে আলাদা দ্বীপ হয়ে বেঁচে থাকতে হবে।

এখান থেকে শিখলামঃ সামাজিক হওয়ার জন্য অবশ্যই এমন একটা পরিচয় থাকা প্রয়োজন যাতে মানুষ পাত্তা দেয়। আরেকভাবে বলা যায় সমাজের অনেক মানুষ (সবাই না কিন্তু) তেলা মাথায় তেল দিতে পছন্দ করে। কিন্তু পরিচিতি যদি কোন কারণে না-ই থাকে তখন কি হবে! তাহলেও প্রতিদিন প্রকৃতি আর পরিবেশের জন্য কাজ করে যেতে হবে মানুষ পাত্তা না দিলেও। এখানেই জীবন চ্যালেঞ্জিং আর জটিল। মানে হচ্ছে কাজ হবে পরিচিতি ছাড়া।

২/ দেখলামঃ জীবনের অধিকাংশ সময় উদ্দেশ্যবিহীন, বিক্ষিপ্ত কার্যকলাপের সমন্বয়ে কেটে যায়। যেমনঃ শুধু শুধু ফোন চেক করা, শুধু শুধু অন্যের সমালোচনা করা, প্রকৃত ক্ষুধা নাই তারপরেও শুধু শুধু খাবার খাওয়া, শুধু শুধু কোন জিনিস অপচয় করা এরকম হাজারো কাজ আছে যেগুলো না করলেও চলে।

এখান থেকে শিখলামঃ এসব কার্যকলাপ যতো কম হবে জীবন ততো বেশি কর্ম মুখর হবে।

৩/ দেখলামঃ শরীর ও মন ভালো না থাকলে জীবনের যে কোন মুহূর্তে উপস্থিত হয়ে যাওয়া চ্যালেঞ্জ মোকাবেলা করা যায় না।

শিখলামঃ নিয়মিত শরীরকে পরিশ্রম করাতে হবে আর মনকে প্রফুল্ল রাখতেই হবে যে কোন পরিস্থিতিতে। জটিল পরিস্থিতিতে মনকে প্রফুল্ল রাখাটা- যতো সহজে বলছি ঠিক ততটাই কঠিন, পরিস্থিতি হাজির হলেই টের পাওয়া যায়। যোগ ব্যায়াম এইটা একটা সমাধান হতে পারে।

৪/ দেখলামঃ বাল্যকাল শ্রেষ্ঠ সময়। কৈশোরটা কঠিন। যৌবন বোরিং। আবেগের নিয়মিত পরিবর্তন।

শিখলামঃ জীবনের যেকোনো পর্যায়ে আবেগ মিশ্রিত মানবিক বুদ্ধিমত্তার পরিচয় দেওয়াটাই সাফল্য। তরকারিতে লবণ, মরিচ, মশলা সবই থাকতে হবে। শুধু আবেগ দিয়ে কাজ হয় না, শুধু বুদ্ধিমত্তা দিয়ে জীবনে তৃপ্তি আসে না, শুধু মানবিকতা দিয়ে জীবন পরিপূর্ণ হয় না।

৫/ দেখলামঃ মানুষ যতটা মুখে দয়া মায়া মানবিকতার কথা বলে কাজে ঠিক এ বিষয়গুলো ততটাই অনুপস্থিত থাকে।

শিখলামঃ দয়া মায়া মানবিকতা ছাড়া মানুষ হিসেবে বেঁচে থাকাটা অর্থহীন। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী খায়, দায়, ঘুমায় আর বংশ বৃদ্ধি করে আমিও কি তাই! আমাকে আলাদা করবে কিসে যদি মায়া দয়া মানবিকতা না থাকে। আমার মতে মানব জীবন হচ্ছে আমি মানুষ আমি অন্যান্য প্রাণী থেকে আলাদা তা বারবার নিজের কাছে প্রমাণ করা। যদি বর্বরতাকে প্রশ্রয়ই দেই তাহলে নিজেকে নিজের কাছে শেষ করে দেওয়াই উত্তম।

৬/ দেখলামঃ মানুষ একদিন মরে যায়।

শিখলামঃ মৃত্যু মানুষকে বাঁচতে শেখায়। মৃত্যু আছে বলেই বেঁচে থাকাটা অনেক আনন্দের।

Rita khatun
ritakhatun
491 Points

Popular Questions