ব্লগে অ্যাডসেন্স পাওয়ার সাথে সাথে আয় শুরু হয়?

1 Answers   10.7 K

Answered 1 year ago

ব্লগে এডসেন্স পাওয়ার সাথে সাথে আপনি ব্লগে অ্যাড রান করতে পারবেন। আর যখন ভিজিটর এড এ ক্লিক করবে তখনই আপনার আয় শুরু হবে। প্রতিটি এড এ ক্লিকের জন্য আপনি নির্দিষ্ট পরিমাণ এমাউন্ট পাবেন এবং সেটা আপনার এডসেন্স একাউন্টে যোগ হবে। এভাবে দশ ডলার যোগ করার পর আপনি আপনার এডসেন্স পিন ভেরিফাই করবেন। এবং ১০০ ডলার হওয়ার পরে আপনি আপনার ইনকাম উইথড্র করতে পারবেন। আশা করি আপনি উত্তর পেয়েছেন। ধন্যবাদ।
Rohan Ahmed
rohanahmed
524 Points

Popular Questions