ব্লগার ওয়েবসাইট সহ এডসেন্স ক্রয় করার সময় কী কী এক্সেস নিতে হবে?

1 Answers   13.1 K

Answered 2 years ago

কেনার সময় যখন ব্লগার সাইট এর ইমেইল আর পাসওয়ার্ড নিবেন যদি এডসেন্স এপ্রোভাল সাইট নিয়ে থাকেন তাহলে এডসেন্স যেই মেইল এ আছে সেই মেইল এর ইমেইল আর পাসওয়ার্ড নিবেন। চেক করে দেখবেন কোন সেকেন্ডারী মেইল এড করা আছে কিনা। থাকলে রিমুভ করে দিবেন। আর ব্লগার সাইটে ঢুকে সেটিং থেকে এডমিন প্যানেলে কে কে এড করা আছে দেখবেন। দরকার অনুযায়ী এডমিন রিমুভ করে দিবেন। এই দুইটা বিষয় ভালভাবে চেক করলে হবে আশাকরি।


Indila Indira
indilaindira
286 Points

Popular Questions